বক্সিংয়ের মাঠে আবারো ঝড় উঠতে চলেছে। এ মহাযুদ্ধে পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার আমির খানের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন ফ্লয়েড মেওয়েদার। আগামী মে মাসে লাস ভেগাসে হতে চলেছে এই মহাযুদ্ধ।
আর আকর্ষনের বিষয় হলো বিশ্ব বক্সিংয়ের বর্তমান মহারাজা মেওয়েদার বনাম আমির খানের এই লড়াইয়ে রেকর্ড পুরস্কার মূল্য।
মার্কিন বক্সার মেওয়েদার পেশাদার জীবনে এখনও পর্যন্ত হারেননি একটিও লড়াই৷ ১১ অক্টোবর ১৯৯৬ থেকে টানা ৪৫টি লড়াই জিতেছেন৷ তাইতো আমির খানের সঙ্গে এই লড়াই নিয়ে এখন থেকেই উত্তেজনায় ভুগছে বক্সিং বিশ্ব।
জানা গেছে, এই লড়াই যে জিতবেন সে পাবেন বাংলাদেশি মূদ্রায় প্রায় ৪২০ কোটি টাকা৷
লড়াইয়ে নামার আগে মেওয়েদার বললেন, 'আমির খুব লড়াকু ছেলে। তবে মনে হয় শুরুতেই ওর নাকটা গুঁড়িয়ে ভেঙে দিতে পারব।'
আমির এখন ফর্মের শীর্ষে না থাকলেও মেওয়েদার মত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে ব্যস্ত। এখন শুধু দেখার অপেক্ষা কে কার নাক ভাঙেন।