রাফায়েল নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর এক লাফে র্যাঙ্কিং-এ তিন নম্বরে উঠে এলেন সুইজারল্যান্ডের টেনিস তারকা স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। এবছরের শুরুতেই ভারতে চেন্নাই ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এরপর বছরের প্রথম গ্র্যান্ডস্লামটিও জেতায় র্যাঙ্কিং-এ অভাবনীয় উন্নতি করলেন ওয়ারিঙ্কা।
গতকাল রবিবার ফাইনালের আগে পর্যন্ত নাদালের বিরুদ্ধে ১২টি ম্যাচ খেলে সবকটিতেই হারার রেকর্ড ছিল ওয়ারিঙ্কার। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যেন অন্য ওয়ারিঙ্কাকেই পেয়েছে মেলবোর্ন পার্ক। ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ সেটে ফাইনাল জিতেছেন তিনি।
অবশ্য ম্যাচ হারলেও র্যাঙ্কিং-এ এখন পর্যন্ত শীর্ষস্থানে রয়েছেন রাফায়েল নাদাল। এরপর সার্বিয়ার নোভাক জকোভিচ।