দুঃসাহসিক কাজ করেছেন স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কা। নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদালের মতো তারকাদের হারিয়ে জয় করেছেন অস্ট্রেলিয়া ওপেন। প্রশংসা তো তার প্রাপ্যই। রজার ফেদেরারের পর দ্বিতীয় সুইস হিসেবে গ্র্যান্ড স্লাম জেতা ওয়াওরিঙ্কার প্রাপ্য প্রশংসাই দিল সুইস মিডিয়া। তার অস্ট্রেলিয়া ওপেন জয়কে দুঃসাহসিক কাজ বলে অভিহিত করেছে সুইজারল্যান্ডের বিভিন্ন পত্রিকা। গ্র্যান্ড স্লাম জয়ের পর স্ট্যানিসলাসের গ্রামের নামটাই বদলে গেছে। বার্থেলমি গ্রামের নাম এখন স্ট্যান-বার্থেলমি! লা ম্যাটিন পত্রিকা হেডলাইন করেছে 'জায়ান্ট'। জুরিখের দৈনিক নিউ জুরিখার জিটাঙ শিরোণাম করেছে 'স্ট্যানটাস্টিক'। এই পত্রিকা লিখেছে, '১৩ মাস আগেও যদি কেউ বলতো খুব শীঘ্রই ওয়াওরিঙ্কা একটা গ্র্যান্ড স্লাম জয় করতে চলেছেন, তবে তাকে পাগল বলা হতো।' নিজের প্রশংসা ওয়াওরিঙ্কাও করে চলেছেন। তিনি বলেছেন, 'আমিই অস্ট্রেলিয়া ওপেন জয়ের উপযুক্ত ছিলাম। আমি নোভাক জকোভিচকে হারিয়েছি। সে ছিল দুই নম্বর তারকা। এরপর হারিয়েছে এক নম্বর তারকা নাদালকে। আর রজার ফেদেরারকে গত এক দশকে অনেক শিরোপা জয় করতে দেখেছি। এবার তো একটা শিরোপা জয়ের দাবিদার ছিলামই আমি।'