বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের জয়ে শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের একদিনের রাজত্ব। শীর্ষ স্থান থেকে আবারও তিন নম্বরে ঠাঁই নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। গত রবিবার লা লিগায় ৩-০ গোলে মালাগাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। অন্যদিকে ভলকানোকে ৪-২ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর ফলে ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট করে সংগ্রহ করে সমান্তরালেই থাকল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। লিওনেল মেসি ইনজুরি থেকে ফেরার পর কোপা দেল রে কাপে চারটি গোল করেছেন। তবে লা লিগায় এখনো কোনো গোল যোগ করতে পারেননি আর্জেন্টাইন জাদুকর। গত রবিবারও থাকলেন গোল শূন্য। তবে অন্তত দুটি গোলে ছিল তার প্রত্যক্ষ মদদ। বার্সেলোনার দ্বিতীয় গোলটা বলতে গেলে মেসিরই ছিল! ৫৫ মিনিটে ডি বঙ্রে ভেতর বল পেয়ে পেদ্রোকে পাস দেন মেসি। পেদ্রোর আলতো ছোঁয়াতেই বল জালে জড়িয়ে যায়। এর আগে ম্যাচের ৪০তম মিনিটে জেরার্ড পিকে বার্সেলোনাকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। ৬১তম মিনিটে আলেঙ্সি সানচেজের গোলটার উৎসও ছিলেন লিওনেল মেসি। বার্সেলোনা ক্লাব হিসেবে বর্তমানে বিতর্কে জড়িয়ে পড়েছে। সাবেক প্রেসিডেন্ট স্যান্দ্রো রসেলের পদত্যাগের পর বিতর্কটা আরও বেড়ে গেছে। তবে কোচ জেরার্ড মার্টিনোর মতে, এসব বিতর্ক খেলার উপর বিন্দুমাত্র প্রভাব ফেলবে না। প্রভাব যে ফেলছে না, এর প্রমাণ তো মেসিরা নিয়মিত দিয়েই চলেছেন। এদিকে গত রবিবার বার্সেলোনার জয়ের রাতে তুরানের ডাবল এবং ডেভিড ভিয়া ও সাউলের একটি করে গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ জয় পেয়েছে ৪-২ ব্যবধানে। এ জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগায় ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট সংগ্রহ করল। বার্সেলোনা +৪৪ গোল ব্যবধান নিয়ে শীর্ষে। +৩৭ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২১ ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।