মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। টেস্টের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ঘন কুয়াশার কারণে স্টেডিয়ামে ফ্লাড লাইট জ্বালিয়ে খেলা শুরু হয়।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় তিনটি সহজ সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তিনটি ক্ষেত্রেই ছিলেন পেসার আল-আমিন ও ব্যাটসম্যান কৌশল সিলভা। তবে সাকিবের বলে সিলি মিড অফে রবিউল ইসলামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন দিমুথ করুনারত্নে (৫৩)।
দ্বিতীয় ঘণ্টায় ১ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩৯ রান। ব্যাট করছেন কৌশল সিলভা ও কুমার সাঙ্গাকারা।
২৩তম ওভারে ৩৯ রানে ব্যাট করা সিলভা উইকেটরক্ষক মুশফিকের হাতে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান। ২৯তম ওভারে মুশফিক ক্যাচ ধরলেও বল করার সময় স্টাম্পে আল-আমিনের পা লেগে বেল পড়ে যাওয়ায় ‘নো’ বলের সৌজন্যে টিকে যান সিলভা। পরের ওভারে ফিরে আবার সিলভাকে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন আল-আমিন। কিন্তু ঝাঁপিয়ে পড়েও ক্যাচটি তালুবন্দী করতে পারেননি শামসুর রহমান।
এর আগে প্রথম দিন সোমবার ২৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম দিন কোনো উইকেট না হারিয়ে ৬০ রান করে শ্রীলঙ্কা।