ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লিভারপুল। এভারটনের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে দলটি।
গতরাতে খেলার ২১ মিনিটেই লিভারপুলকে জয় সূচক গোলটি উপহার দেন জেরার্ড।এরপর খেলার ৩৫ ও ৩৭ মিনিটে স্টুরিজ পরপর দুটি গোল করে ম্যাচ নিজেদের করে নেন।
দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে ব্যবধান বাড়ান লিভারপুলের তারকা খেলোয়াড় সুয়ারেজ।