রিয়াল মাদ্রিদ দুই দশকের পুরনো রেকর্ডটা স্পর্শ করেছিল আগেই। মঙ্গলবার সেই রেকর্ডটা টপকে গেল তারা। টানা আট ম্যাচ জিতল কোনো গোল হজম না করেই! ২০১৪ সাল কোচ কার্লো আনসেলত্তির জন্য নিয়ে এলো দারুণ কিছুর পয়গাম! বছরটা শুরু হয়েছে এক মাস হয়ে এল। এর মধ্যে আট ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। এখনো কোনো গোল হজম করতে হয়নি তাদের। সর্বশেষ মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলে তারা হারিয়েছে এসপানিয়লকে। হেসে রদ্রিগেজের একমাত্র গোলে পাওয়া এ জয়ে রিয়াল মাদ্রিদ পেঁৗছে গেছে কোপা দেল রে কাপের সেমিফাইনালে। দুই দশক আগে ১৯৯৪-৯৫ মৌসুমে টানা সাত ম্যাচে কোনো গোল হজম করেনি রিয়াল মাদ্রিদ। সেবার অবশ্য এই সাত ম্যাচে দুটিতে ড্র করেছিল তারা। নিজেদের অতীতকে ছাড়িয়ে গেল রিয়াল মাদ্রিদ। ২২ ডিসেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই তাদের শেষবারের মতো গোল হজম করতে হয়েছিল। এরপর এসপানিয়লের বিপক্ষে তিনটি, ওসাসুনার বিপক্ষে দুটি এবং সেল্টা ভিগো, রিয়াল বেটিস ও গ্রানাডার বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা।