চেলসি থেকে হুয়ান মাতাকে দলে এনে বিন্দুমাত্রও দেরি করেননি কোচ ডেভিড ময়েস। স্প্যানিশ এই মিডফিল্ডারকে প্রথম একাদশে রাখলেন প্রথম সুযোগেই। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন হুয়ান মাতা। খেলেছেন স্বভাবসুলভই। তিনি অবশ্য কোনো গোল পাননি। তবে ম্যানইউ জিতেছে ২-০ গোলে। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগে রবিন ফন পার্সি এবং অ্যাশলি ইয়াংয়ের গোলে ওল্ড ট্র্যাফোর্ডে জয় পেয়েছে রেড ডেভিলরা। এ জয়ে ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করল ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগে একটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেল মঙ্গলবার। দীর্ঘদিন শীর্ষে থাকা আর্সেনাল ২-২ গোলে ড্র করেছে সাউদ্যাম্পটনের সঙ্গে। এর ফলে ম্যানসিটি এবং চেলসির সামনে সুযোগ এসেছে আর্সেনালকে টপকে যাওয়ার! ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষেই আছে আর্সেনাল। তবে গত রাতে টটেনহ্যামের বিপক্ষে ম্যানসিটি এবং ওয়েস্ট হ্যামের বিপক্ষে চেলসি জয় পেয়ে থাকলে পিছনে পরে গেছে আর্সেনাল। ২২ ম্যাচে ম্যানসিটি ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও ৪৯ পয়েন্ট নিয়ে চেলসি তৃতীয় স্থানে ছিল। গত রাতে জয় পেয়ে থাকলে ম্যানসিটি এক পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠে গেছে। অন্যদিকে আর্সেনালের সমান্তরালে পেঁৗছে গেছে চেলসি। গোল ব্যবধানে এগিয়ে থাকলে চেলসিই আছে দ্বিতীয় স্থানে!