জাতীয় ক্রিকেট লিগ
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হার এড়াতে আজ যখন লড়াই করছেন মুশফিকুর রহিমরা, তখন সব সন্দেহের অবসান ঘটিয়ে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। ঢাকা মহানগরী ও সাত বিভাগ নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট লিগটি এবার সিঙ্গেল লিগ পদ্ধতির। পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। আট দলের আসরের চ্যাম্পিয়ন প্রাইজ মানি ২০ লাখ এবং রানার্স আপ ১০ লাখ টাকা। এবারই প্রথম কোনো স্পন্সর নেই জাতীয় ক্রিকেট লিগের। আজ চার স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হচ্ছে আট দল। নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হচ্ছে সিলেট। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মহানগরীর প্রতিপক্ষ চট্টগ্রাম, রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা খেলবে রংপুরের বিপক্ষে এবং খুলনা শহীদ আবু নাসের স্টেডিয়ামে খুলনা-বরিশাল ম্যাচ। প্রথম শ্রেণীর এই আসরের খেলাগুলো হবে মোট নয় ভেন্যুতে।
অস্ট্রেলিয়ার জয়
অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে কিছুটা করার সুযোগ ছিল ইংলিশদের সামনে। সুযোগটা কাজে লাগাতে পারেননি কুকরা। এক দিনের সিরিজে হেরেছেন ৪-১ ব্যবধানে। টেস্ট এবং ওয়ানডেতে হারের পর একমাত্র সুযোগ ছিল টি-২০তে। এখানেও সেই একই চিত্র দেখা গেল। গতকাল তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে ১৩ রানে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া।
ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক বেইলি। হোয়াইট, ফিঞ্চ ও লিনের ঝড়ো গতির ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। মাত্র ৪৩ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন হোয়াইট। এ ছাড়া ফিঞ্চ ৫২, লিন ৩৩*, ম্যাঙ্ওয়েল ২০ ও বেইলি ১৪ রান করেন। ইংল্যান্ডের পক্ষে একটি করে উইকেট নেন ব্রড, ডার্নবাখ, বোপারা ও রাইট। ২১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান করে ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন বোপারা। এ ছাড়া রুট ৩২, হ্যালস ২২, বাটলার ২০, ব্রড, ১৩ ও ব্রেসন্যান ১১ রান করেন। অসি বোলারদের মধ্যে চার উইকেট নিয়ে সফল ছিলেন নিল। এ ছাড়া হেনরিক ২টি এবং ম্যাঙ্ওয়েল ও জেমস একটি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অসি ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইট। সিরিজের পরবর্তী দুটি টি-২০ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি মেলবোর্নে ও ২ ফেব্রুয়ারি সিডনিতে।
বিদ্যুৎ গতি দাবা
অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের আয়োজনে প্রথম আন্তর্জাতিক বিদ্যুৎ গতি রেটিং দাবা অনুষ্ঠিত হয়। ৯ রাউন্ড সুইস পদ্ধতিতে এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ সাগর। আবদুল্লাহ আল রাকিব ২য়, আমিনুল ইসলাম পলাশ ৩য়, শরিফ হোসেন ৪র্থ, মাহতাব উদ্দিন আহমেদ ৫ম, ইকরামুল হক সিয়াম ৬ষ্ঠ স্থান দখল করেন। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ছয়টি বিশেষ পুরস্কার ও দেওয়া হয়। এতে বিজয়ী হন ফিদে মাস্টার ফাহাদ রহমান, সেরা মহিলা খেলোয়াড় আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার বিতরণ করেন দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদুল্লাহ।
স্মরণ
বাংলাদেশে বরেণ্য ব্যক্তি হলেও মৃত্যুর পর তাকে কেউ আর স্মরণ করতে চান না। তবে কিছুটা ব্যতিক্রমী বলা যায় গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনকে। জাতীয় দলের সাবেক টেবিল টেনিস খেলোয়াড় সৈয়দ জিয়াউদ্দিন হাসমী মিঠুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা এক স্মরণসভার আয়োজন করে। সেখানেই মিঠুর খেলোয়াড়ি জীবন নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল করা হয়।
চ্যানেল নাইনে এশিয়া কাপ
২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে পাঁচ জাতি এশিয়া কাপ। ১২ দিনের এ টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে চ্যানেল নাইন। ম্যাচ ছাড়াও এ চ্যানেলটি এশিয়া কাপ সংক্রান্ত একাধিক অনুষ্ঠানও প্রচার হবে। চ্যানেল নাইন এর আগে জনপ্রিয় ঘরোয়া আসর বিপিএলের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করেছিল।