লেভান্তের বিপক্ষে ৫-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে বার্সেলোনা। ফলে সেমিফাইনালে উঠেছে তারকাময় দলটি।
নূ'ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের ৯ মিনিট যেতে না যেতেই বার্সা মিডফিল্ডার সার্গি রবার্তোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। তবে ২৮ মিনিটে আদ্রিয়ানো ও ৪৪ মিনিটে কার্লোস পুয়োলের গোলের সুবাদে ২-১-এ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই পর পর দুটি গোলে করে (৫০ ও ৫২ মিনিট) স্কোরলাইন ৪-১ করে ফেলেন অ্যালেক্সিজ সানচেজ। ৬৮ মিনিটে বার্সার ও ম্যাচের শেষ গোলটি করেন সেস ফ্যাব্রিগাস।