রিডিউসড কোমা থেকে জেগে উঠলেন গতির মহারাজা মাইকেল শ্যুমাখার। ফ্রান্সের এক সংবাদপত্রে এমনই খবর প্রকাশ পেয়েছে। যে খবরের পর স্বস্তির নিশ্বাস ফেলছে বিশ্ব। যদিও শ্যুমাখারের সুস্থতার খবর নিয়ে মুখ খোলেননি তার ম্যানেজার।
মস্তিষ্ক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, স্কি করতে গিয়ে আঘাত পেয়ে ৪৪ বছরের চালকের শরীরের কোনও কাজই ঠিকঠাক হচ্ছে না৷ একে ট্রমাটিক ব্রেন ইনজুরি (টিবিআই) বলে আখ্যা দিচ্ছেন তারা৷ এ রকম হলে দীর্ঘমেয়াদি মস্তিষ্ক বিকৃতি দেখা যেতে পারে৷ কোমা থেকে বেরিয়ে মস্তিষ্ক বিকৃতি হলে কী ভাবে দেখা যাবে শ্যুমাখারকে?
বিশেষজ্ঞদের মত তিনটি৷ প্রথমত, সারাক্ষণই অবসাদে ভুগবেন৷ দ্বিতীয়ত, স্বভাব-চরিত্র বদলে যাবে৷ তৃতীয় ও শেষ পরিবর্তনটা সবচেয়ে মারাত্মক৷ বিশেষজ্ঞদের মতে, এ ধরনের রোগী অপরাধপ্রবণ হয়ে যেতে পারেন৷
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর থেকে ওষুধের মাধ্যমে কোমায় রেখে চিকিৎসা চলছে শুমাখারের।