সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার দুই পয়েন্ট হারিয়েছিল আর্সেনাল। ম্যানসিটির সামনে সুযোগ এসেছিল পয়েন্ট তালিকার শীর্ষে উঠার। সুযোগটা কাজে লাগিয়ে বুধবার মধ্যরাতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে গেল ম্যানসিটি। দশ জনের দল টটেনহ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছেন সার্জিও আগুয়েরোরা! আর্জেন্টাইন তারকা আগুয়েরো ছাড়াও গোল করেছেন ইয়া তোরে, এডিন জেকো, স্টিভেন জুভেটিক ও ভিনসেন্ট কম্পানি। ইংলিশ লিগে টানা অষ্টম জয়ে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে পেঁৗছে গেছে ম্যানসিটি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে আর্সেনাল।
ম্যানসিটি সুযোগ কাজে লাগিয়ে শীর্ষে উঠে গেলেও সুযোগ হারিয়েছে মরিনহোর চেলসি। হুয়ান মাতাকে হারিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ব্লুজরা। তারপরও জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছিল চেলসি। বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে ওয়েস্ট হ্যামের সঙ্গে গোল শূন্য ড্র করেছে তারা। এই ড্রয়ের ফলে দুই নম্বরে উঠার সুযোগ হারিয়েছে তারা। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরেই থাকতে হলো তাদেরকে। চেলসির সঙ্গে ড্রয়ের এই ম্যাচে নায়ক ছিলেন ওয়েস্ট হ্যামের গোলরক্ষক আদরি। চেলসির বেশ কিছু দুর্দান্ত আক্রমণ তিনি রুখে দিয়েছেন। তবে সবমিলিয়ে ওয়েস্টহ্যামও খেলেছে দারুণ। স্বীকার করছেন মরিনহো নিজেই। তার মতে, ওয়েস্ট হ্যাম উনিশ শতকের স্বর্ণ যুগের মতোই খেলেছে বুধবার। উনিশ শতকে ওয়েস্ট হ্যামই ছিল ইংলিশ লিগের সেরা দল।