দুই ইনিংসেই বাংলাদেশকে তিনশ'র আগেই গুটিয়ে দিয়েছে শ্রীলঙ্কান বোলাররা। ব্যাটিংয়েও তারা দেখিয়েছে রাজত্ব কাকে বলে! হয়তো শ্রীলঙ্কাতেও নিজের পছন্দ মতো ম্যাথিউজ এমন উইকেট পেয়েছেন কিনা সন্দেহ। তাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে দারুণ খুশি লঙ্কান অধিনায়ক। অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলেন, 'উইকেটে কোনো সমস্যা ছিল না। আমার কাছে অনেক ভালো লেগেছে। তৃতীয় দিনেও এই উইকেটে রূপ পরিবর্তন হয়নি। ছিল না কোনো বৈচিত্র্য। বরং আমার ভালোই লেগেছে।'
আগের সিরিজে ঘরের মাঠেও বাংলাদেশের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে শ্রীলঙ্কার। অথচ মিরপুর টেস্টে ছিল না লড়াইয়ের আভাসও। এক তরফাভাবে আধিপত্য বিস্তার করে ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে নিল সফরকারীরা। এই জয়ের জন্য সবাইকে কৃতিত্ব দিলেন ম্যাথিউজ। লঙ্কান দলপতি বলেন, 'এই ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। প্রথম ইনিংসে বোলাররা অনেক ভালো করেছিল বলেই মাত্র ২৩২ রানে আমরা বাংলাদেশকে অলআউট করেছি। তারপর ব্যাটসম্যান সাত শতাধিক রান করার পর তো ওদের আর ফেরার কোনো সুযোগই ছিল না। বোলারদের পর ব্যাটসম্যানদের এমন পারফরম্যান্সে আমি খুশি।' ঘরের মাঠে বাংলাদেশি ক্রিকেটারদের এমন ব্যর্থতায় অবাক হয়েছেন কিনা, এমন প্রশ্নে ম্যাথিউজ বলেন, 'অবাক হওয়ার কিছু নেই। আমাদের বোলাররা দ্রুত অনেক ভালো করছে। এমন ম্যাচে তারা অনেক ভালো বোলিং করেছে। তাছাড়া পেসারদের পাশাপাশি স্পিনাররাও ছন্দে ফিরেছেন।