নিউজিল্যান্ডের কাজে হোয়াইটওয়াশের লজ্জা পেলো ভারত। এক এক করে সবগুলো ওয়ানডে ম্যাচকে নিজেদের করে নিলো কিউইরা।
নিউজিল্যান্ড: ৩০৩/৫ (৫০ ওভার)
ভারত: ২১৬/১০ (৪৯.৪ ওভার)
ফল: ৮৭ রানে নিউজিল্যান্ড জয়ী।
শেষ ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হতে কিউইরা প্রথমে সুবিধা করতে পারেনি। মার্টিন গুপটিল ও জেসি রাইডার ১৬ ও ১৭ রান করেন। দলকে বড় লক্ষ্যের দিকে ঠেলে দেন কেন উইলিয়ামসন ও রস টেইলর।
উইলিয়ামসন ক্যারিয়ারের চতুর্থ শতকে কাছে গিয়ে ৮৮ রানে অ্যারোনের বলে আউট হন। কিন্তু ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলতে ভুল করেন নি রস টেইলর। ১০৬ বল মোকাবেলা করে একটি ছয় ও ১০টি চারের বিনিময়ে ১০২ রান করেন টেইলর। এছাড়া, অধিনায়ক ব্রান্ডন ম্যাককলাম ২৩ ও জেমস নিশাম ৩৪ রান করেন।
বল হাতে ভারতে পক্ষে দু’টি উইকেট নেন ভারুন অ্যারুন, একটি করে নিয়েছেন মোহম্মদ শ্যামি, ভুবনেশ্বর কুমার ও বিরাট কোহলি।
৩০৪ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউইদের বোলিংয়ের কাছে দীর্ঘক্ষণ দাঁড়াতে পারে নি ধোনির দল। ৩০ রানে তিন উইকেট হারিয়ে হতাশায় ডুবে ভারত। দলকে স্বস্তির দিকে কিছুটা নিয়ে যান হট হিটার ব্যাটসম্যান বিরাট কোহলি। দলের পক্ষে সর্বাধিক ৮২ রান আসে কোহলির ব্যাট থেকে। ওপেনার রহিত শর্মা ও শিখর ধাওয়ান ৪ ও ৯ রানে সাজঘরে ফিরেন।
অধিনায়ক ধোনি ৪৭ রানে ইনিংস খেলে উইলিয়ামসনের বলে নিশামের কাছে বল তুলে দেন। এছাড়া কেউ আর ঘুরে দাঁড়াতে পারেন নি। ৪৯.৪ ওভারে ২১৬ রান সবকটি উইকেট হারায় ভারত।