আজ থেকে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় দফার টিকিট বিক্রি শুরুর কথা ছিল। কিন্তু সেটা পিছিয়েছে আরও চার দিন। দ্বিতীয় দফার টিকিট বিক্রি শুরু হবে ৫ ফেব্রুয়ারি। এর আগে প্রথম দফার টিকিট বিক্রি শুরু হয়েছিল গত বছরের ১৭ নভেম্বর। টি-২০ বিশ্বকাপের সর্বনিম্ন টিকিটের মূল্য ৫০ টাকা এবং সর্বোচ্চ ৪ হাজার টাকা। এবার টিকিট বিক্রি হবে শুধুই অনলাইনে। টিকিট পাওয়া যাবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট www.icc-cricket.com/world-t20