ঊষার জয়
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে গতকাল জয় পেয়েছে ঊষা ক্রীড়াচক্র। সোনালী ব্যাংককে তারা ৪-২ গোলে হারিয়েছে। ঊষার পক্ষে একটি স্ট্রোক ও একটি পিসি গোল করেন মামুনুর রহমান চয়ন। এ ছাড়া একটি করে ফিল্ড গোল করেন কৃষ্ণ কুমার দাস ও রিমন কুমার ঘোষ। সোনালী ব্যাংকের পক্ষে একানুল কবীর তূর্য দুপি পিসি গোল করেন।
দাবা
আজ থেকে শুরু হচ্ছে চেস কিউ বিদ্যুৎ গতি রেটিং দাবা প্রতিযোগিতা। দাবা ফেডারেশনের সহযোগিতায় এ প্রতিযোগিতা আয়োজন করছে চেস কিউ। আজ দুপুর ১২টার মধ্যে ১০০ টাকা ফি জমা দিয়ে নাম এন্ট্রি করা যাবে এ প্রতিযোগিতায়। এ সংক্রান্ত যে কোনো তথ্য দাবা ফেডারেশনের কাজী তাহেরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে জানা যাবে।
অস্ট্রেলিয়া বেইমান
অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সিএকে বেইমান বলে উল্লেখ করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। আইসিসির ক্ষমতা ভাগাভাগির গ্রুপে দক্ষিণ আফ্রিকার পরিবর্তে ভারতকে বেছে নেওয়ায় এসিএ প্রেসিডেন্ট গ্রেগ ডায়ার ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সমালোচনা করেন। ডায়ার বলেন, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কারণে বিশ্বসেরা দক্ষিণ আফ্রিকাকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিগ থ্রির পরিকল্পনা বাস্তবায়ন হলে ভবিষ্যতে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা খুব কম সংখ্যক টেস্ট খেলার সুযোগ পেত। এতে দক্ষিণ আফ্রিকা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতো। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টনি আইরিশ জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটের সেরা বাজার ভারত এবং তারপর সবচেয়ে শক্তিশালী দুটি রাষ্ট্রের মধ্যে ক্ষমতা কুক্ষিগত করার প্রস্তাবে তিনি বিস্মিত ও ক্ষুব্ধ।
ওয়ানডে মর্যাদা হারাল কেনিয়া
কেনিয়াবাসীর জন্য বৃহস্পতিবার দিনটি ছিল দুঃস্বপ্নের দিন। এ দিনে দু-দুটি দুঃসংবাদ পেল কেনিয়া। বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে তিন উইকেটে পরাজিত হওয়ায় তারা ২০১৫ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল, পাশাপাশি এদিন ওয়ানডে স্ট্যাটাসও হারিয়ে ফেলল কেনিয়া। অথচ এ দলটি কি-না এক সময় সহজেই হারাত বাংলাদেশকে। আর্থিক অসচ্ছলতার কারণে সেই দেশটি আজ ক্রিকেট থেকে হারিয়ে যেতে বসেছে।
ক্রিকেট কেনিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, 'কেনিয়া ক্রিকেটের জন্য এটা অত্যন্ত বেদনার। কিন্তু এমন অবস্থায় আমাদের করার কিছু নেই। ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে দল দেশে ফিরে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।'