দলের সবচেয়ে বন্ধুবৎসল ক্রিকেটার। সারাক্ষণ হাসি লেগে থাকে মুখে। কাউকে কখনো জিজ্ঞাসা করতে হয় না। নিজেই উপযাচক হয়ে কথা বলেন। সেই মাশরাফি বিন মর্তুজা কাল শুধু হাসলেন। কথা বললেন না। একাডেমি মাঠে নামার সময় কানে কানে বললেন, 'কথা বলা নিষেধ।' দিন পেরোলেই শুরু এশিয়া কাপ। তার আগে ক্রিকেটাররা কথা বলবেন না! এটা কি হয়? কাল সেটাই হলো। ক্রিকেটাররা অনুশীলন করলেন ঝাড়া আড়াই ঘণ্টা। কিন্তু মুখে এঁটে নিয়েছিলেন কুলুপ। কেন এই রেস্ট্রিকশন?
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হওয়ার পর দল ঢেলে সাজিয়েছে নির্বাচক প্যানেল। সেখানে জায়গা হয়নি তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদের। তামিমের জায়গা হয়নি মূলত ঘাড়ের ব্যথায়। এই ইনজুরির জন্য বাঁ হাতি ওপেনার খেলতে পারেননি দ্বীপরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডে সিরিজও। টি-২০ বিশ্বকাপের আগে পুরো সুস্থ হওয়ার জন্য তাকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুর। গত এশিয়া কাপে টানা চার মাচে হাফসেঞ্চুরি করেছিলেন তামিম।
এশিয়া কাপ স্কোয়াড নিয়ে নাখোশ হওয়ার কথা বলেন টাইগার অধিনায়ক। গত পরশু মিডিয়ার মুখোমুখিতে নাখোশ হওয়ার কথা বলেছিলেন টাইগার অধিনায়ক। জানিয়েছিলেন, দল গড়ার সময় প্রধান নির্বাচক ফারুক আহমেদ তার সঙ্গে কোনো আলোচনা করেননি। এতে তিনি কষ্ট পেয়েছেন। আশা করেছিলেন, তার সঙ্গে কথা বলবেন প্রধান নির্বাচক। স্কোয়াড ঘোষণা করার আগে তাকে সঙ্গে আলোচনা করা হয়নি, এটা অধিনায়ক হিসেবে তাকে হয়তো পীড়া দিয়েছে। কিন্তু তাই বলে প্রধান নির্বাচকের বিপক্ষে কথা! শোনা যায়, টাইগার অধিনায়কের নাখোশ হওয়ার মূল অন্য কারণ, রিয়াদের দলে না থাকা। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব যে অশালীন আচরণ করেন, তার জন্য তাকে শাস্তি দেওয়া হয়। তিন ওয়ানডেতে নিষিদ্ধ করা হয়েছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে। এ ছাড়া তিন লাখ টাকাও জরিমানা করা হয়েছে।
এসব গোলমেলে বিষয়গুলো এড়াতেই দলের ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়। শোনা যায়, এই নিষেধাজ্ঞা বোর্ড থেকে করা হয়নি। করা হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে। কাল ভারতীয় এক সাংবাদিককে এ প্রসঙ্গে টাইগার কোচ শেন জারগেনসন বলেছেন, 'রেস্ট্রিকশন'। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের আগেও তামিম ইস্যুতে মিডিয়ার সঙ্গে ক্রিকেটারদের কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। করেছিলেন কোচ।
এশিয়া কাপে টাইগারদের প্রথম খেলা আগামীকাল, প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে গত আসরে জিতেছিল। এশিয়া কাপের লড়াইয়ে নামার আগে কাল মিরপুর একাডেমি মাঠে ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেন। নিষেধাজ্ঞার জন্য ভারত ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না সাকিব। না খেললেও দলের সঙ্গে কাল অনুশীলনে এসেছিলেন। তবে বসেছিলেন।