অস্ট্রেলিয়ান ওপেন ও দুবাই ওপেনে ব্যর্থতা সত্ত্বেও উইম্যান্স টেনিস এসোসিয়েশন [ডাব্লিউটিএ] এর সর্বশেষ বৈশ্বিক র্যাংকিংয়ে শীর্ষে আছেন সেরেনা উইলিয়ামস। আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে চীনের লি না ও পোল্যান্ডের আজনিয়েস্কা রাডভানস্কা।
তবে তিন ধাপ নিচে নেমে ৯ নম্বরে চলে গেছেন চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভা।
ডাব্লিউটিএ র্যাংকিংয়ে শীর্ষ দশে থাকা অন্যরা হচ্ছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা চতুর্থ, রাশিয়ান মারিয়া শারাপোভা পঞ্চম, জার্মানির আনজেলিক কার্বার ষষ্ঠ, রুমানিয়ার সিমনে হালেপ সপ্তম, সার্বিয়ার জেলেনা জানকোভিচ অষ্টম ও ইতালির সারা এররানি দশম।