১২তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম দিনে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী সদ্য স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা শ্রীলঙ্কা।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৮ ওভার খেলতেই ১ উইকেট হারিয়েছে লঙ্কানরা। উমর গুলের ওভারে কুশল পেরেরা উইকেট হারান। ওপেনার লাহিরু থিরিমান্নেকে সঙ্গ দিতে নেমেছেন কুমার সাঙ্গাকারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৩ ওভার শেষে এক উইকেটে ৫৭ রান।
পাকিস্তান দল:
সারজীল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সোহেব মাকসুদ, মিসবাহ উল হক (অধিনায়ক), উমর আকমল, শহীদ আফ্রিদি, বিলাওয়াল ভাট্টি, উমর গুল, সাঈদ আজমল ও জুনাইদ খান।
শ্রীলঙ্কা দল:
কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), চতুরঙ্গ ডি সিলভা, থিসারা পেরেরা, সাচিত্রা সেনানায়েক, লাসিথ মালিঙ্গা ও সুরাঙ্গা লাকমল।