বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানের শাস্তি মওকুফ করে ভারতের বিপক্ষে খেলার সুযোগ করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর পলিটেকনিক ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে বিভিন্ন সড়ক ঘুরে শহরের সার্কিট হাউজ সংলগ্ন সড়কে মানববন্ধন পালন করে।
এসময় শিক্ষার্থীরা দাবি জানান, অচিরেই সাকিব আল হাসানের শাস্তি মওকুফ করে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টিমে খেলতে দেওয়া হোক।
এর আগে দলের স্বার্থে সাকিবের শাস্তি কমিয়ে তাকে ফেরত আনার জন্য বিসিবি সভাপতির কাছে অনুরোধ করেছিলেন অধিনায়ক মুশফিক। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সে আবেদন বাতিল করে দিয়েছেন।
উল্লেখ্য, অশোভন আচরণের কারণে শাস্তি হিসেবে সাকিবকে পরপর তিনটি ওয়ানডে ম্যাচে নিষিদ্ধ এবং তিন লাখ টাকা জরিমানা করেছে বিসিবি। ফলে এশিয়া কাপের দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের।