মুশফিকুর রহিমকে কাল তুলনা করা হচ্ছিল ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারের সঙ্গে! টাইগার দলপতি কী তবে রাতারাতি কিংবদন্তির খাতায় নাম লেখালেন! না, ব্যাটিং স্টাইলের জন্য নয়, শচীনের একটি বদনামের পাশে জড়িয়ে যাচ্ছে মুশফিকের নাম! টেন্ডুলকার সেঞ্চুরি করলে নাকি ভারত জিতে না। মুশফিকের দুই সেঞ্চুরির ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ। ২০১১ সালে হারারেতে মুশফিকের প্রথম সেঞ্চুরির ম্যাচেও টাইগাররা হেরেছিল। কাল ফতুল্লাতেও জিততে পারল না বাংলাদেশ।
তবে বিপদের সময় দলের হাল ধরে দারুণ এক সেঞ্চুরি করে কাল মুশফিক ভক্তদের মন জয় করে নিয়েছেন ঠিকই। ওয়ানডেতে মুশফিকের দ্বিতীয় সেঞ্চুরি এটি। ক্যারিয়ার সেরা ইনিংসও বটে। দুই ছক্কা ও সাত বাউন্ডারিতে সাজানো ১১৩ বলে ১১৭ রানের নান্দনিক এক ইনিংস। ভারতের বিরুদ্ধে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। প্রথমটি করেছিলেন অলোক কাপালি, ২০০৮ সালে পাকিস্তানের করাচিতে।
কাল এনামুল হক বিজয়কে নিয়ে একটি রেকর্ড পার্টনারশিপও গড়েছেন মুশফিক। তৃতীয় উইকেটে বিজয়-মুশফিক করেছেন ১৩৩ রান। যা এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির নতুন রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল অলোক কাপালি ও মাহমুদুল্লাহ রিয়াদের। ২০০৮ সালে করাচিতে এই ভারতের বিরুদ্ধে ষষ্ঠ উইকেট জুটিতে ১১২ রান করেছিলেন তারা।
বাংলাদেশের স্কোরটা আরও বড় হতে পারত। কিন্তু অতি সাবধানী হয়ে খেলতে গিয়ে পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে মাত্র ৩৬ করে টাইগাররা। ৪৯ রানের মধ্যে দুই উইকেটের পতন ঘটে। একে তো রানের গতি কম, তার ওপর শামসুর (৭) এবং মমিনুল (২৩) দ্রুত সাজঘরে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। মুশফিক উইকেটে যাওয়ার পরই বদলে যায় মাঠের চিত্র। বিজয়ও দ্রুত খোলস থেকে বেরিয়ে আসেন। বরুণ অ্যারোনে করা ২০তম ওভার থেকে ১৪ রান নেন এই ওপেনার। হাফ সেঞ্চুরি পূরণ করেন লং অফ দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে। আউট হওয়ার আগে করেছেন ৭৭ রান।
তবে কী ভারতীয় এই বোলারকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন মুশফিক। তার ৩৯তম ওভার থেকে ১৯ রান নেন তিনি। মুশফিকের হাতে বেদম প্রহারে ক্ষণিকের তরে মেজাজ হারিয়ে ফেলেছিলেন ভারতীয় পেসার বরুণ অ্যারোন। টাইগার দলপতির শরীর বরাবর বরুণ ছুড়লেন এক বিমার। সেটি সরাসরি গিয়ে আঘাত করে মুশফিকের পাঁজরে। মাঠেই লুটিয়ে পড়েন তিনি। যন্ত্রণায় ছটফট করতে থাকেন। ফুঁসে ওঠে পুরো স্টেডিয়াম। অবশ্য সঙ্গে সঙ্গে বরুণকে বোলিং আক্রমণ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগেও এনামুল হককে কোমরের ওপরের উচ্চতায় একটি ডেলিভারি করেছিলেন। তাই আম্পায়ার তাকে সতর্ক করে দেন। পরে মুশফিকের কাছে ক্ষমা চেয়ে নেন ভারতীয় পেসার।
কাল মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ের পরও হেরে যায় বাংলাদেশ। পরাজয়ের কারণ হিসেবে শিশির সমস্যাকে দায়ী করেন স্পিনার আবদুর রাজ্জাক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাঠে মারাÍক শিশির পড়েছে। ২৪তম ওভারের পর আমরা বল ধরতেই পারছিলাম না।’ পরাজয়ের পাশাপাশি কাল আরেকটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। ফিল্ডিং করতে নিয়ে ইনজুরিতে পড়েন অধিনায়ক মুশফিক। ৪৪তম ওভারে বাউন্ডারি আটকাতে গিয়ে কাঁধে ব্যথা পান। সঙ্গে সঙ্গে এক্স-রে করানো হয়। যদিও কোনো সমস্যা ধরা পড়েনি তবে পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা তা জানা যাবে আজ এমআরআই করানোর পরই।
শিরোনাম
- ট্রাম্পের শুল্ক আরোপ : ভারতের শেয়ারবাজারে বিশাল ধস, নামবে জিডিপিও!
- মাঝ আকাশে যাত্রী অসুস্থ, ইস্তাম্বুলে বিমানের লন্ডনগামী ফ্লাইটের জরুরি অবতরণ
- সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
- রোজার আগেই নির্বাচনি ট্রেন নির্ধারিত স্টেশনে পৌঁছাবে : প্রিন্স
- ঝিনাইদহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
- ‘ফিলিস্তিনের পেলে’ সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
- চুয়াডাঙ্গা সীমান্তে ২১টি স্বর্ণবারসহ যুবক আটক
- বেলকুচিতে বিএনপির বিজয় র্যালিতে জনতার ঢল
- পদ্মার ভাঙনে নিঃস্ব শরীয়তপুরের শত শত পরিবার
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক
- ভারতের পর চীনের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করতে চান ট্রাম্প
- ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
- কিশোরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না : সালাহউদ্দিন
- গৌরনদীতে গাঁজাসহ আটক মাদক বিক্রেতার এক বছরের কারাদণ্ড
- জুলাই মাসে দেশের সামগ্রিক পিএমআই সূচক বেড়ে ৬১.৫
- বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- বাস পুকুরে, প্রাণ গেল তিন মাসের শিশুর
- ২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও পড়া হলো না রাফিয়ার
- রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে : রিজভী
মুশফিকের অধিনায়কোচিত সেঞ্চুরি
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর