জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত বাংলাদেশ বুত্থান ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৯ সদস্যের নির্বাহী কমিটিতে সভাপতি হয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব ও সাবেক রাষ্ট্রদূত জনাব সৈয়দ শাহেদ রেজা। ২০১৪-১৮ পাঁচ বছর মেয়াদের কমিটিতে পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন বুত্থানের প্রতিষ্ঠাতা মার্শাল আর্ট গ্র্যান্ডমাস্টার ড. এমএ কামাল ইউরী।
মহাখালী ডিওএইচএস এ বুত্থান কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন নির্বাহী কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে ভারতীয় উপমহাদেশের মার্শাল আর্ট ও বুত্থান সংক্রান্ত এক প্রদর্শনী উপস্থাপন করেন ড. ইউরী। যিনি লাথি মেরে এক সঙ্গে তিনটি বেসবল ব্যাট ভাঙ্গার বিশ্বরেকর্ডকারী।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় বুত্থান ফেডারেশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওএ'র সহসভাপতি ও জিমন্যাস্টিক ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন, ঢাকা মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শেখ মুহাম্মদ মারুফ হাসান, ব্যারিস্টার তানিয়া আমীর, বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ক্রীড়ালেখক সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিটন, মো. সরোওয়ার এজাজ, ফায়েজুল হক সহ অন্য কর্মকর্তাগণ।
২০০০ সালে যাত্রা শুরু হয় বুত্থান ফেডারেশনের। ২০১৩ সালে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরকারি স্বীকৃতি লাভ করে সংগঠনটি। খ্যাতিমান ক্রীড়া সংগঠক মরহুম মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।