এশিয়ান চ্যাম্পিয়ানশিপের কোয়াটার ফাইনাল পৌঁছলেন ভারতের পিভি সিন্ধু এবং আরএমভি গুরুসাইদত্ত। বিশ্বের ১০ নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় সিন্ধু এর আগে তিনবারের সাক্ষাতে প্রতিবারই জাপানের এরিকো হিরোসের কাছে হেরেছিলেন। কিন্তু, বৃহস্পতিবার এক ঘণ্টা ১৩ মিনিটের লড়াইয়ে ১৪-২১, ২১-১৩, ২১-১৮ গেমে মাচ জিতে এশিয়ান চ্যাম্পিয়ানশিপের শেষ আটে পৌঁছে যান সিন্ধু। পরের রাউন্ডের ১৯ বছরের হায়দরাবদি খেলবেন থাইল্যান্ডের বুসানানের বিরুদ্ধে। মালয়েশিয়া ওপেন, মাকাও ওপেনের পাশাপাশি গত বছর বিশ্বচ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। গত বছর বুসানানের বিরুদ্ধে দু’বারের সাক্ষাতে দু’বারই জিতেছেন ভারতীয় মহিলা খেলোয়াড়। শেষবার সিন্ধু বুসানানকে হারান গত বছর অল ইংল্যান্ড চ্যাম্পিয়ানশিপে।
পুরুষদের সিঙ্গলসে এদিন কোয়াটার ফাইনালে ওঠেন বিশ্বের ৩৮নম্বর ভারতীয় খেলোয়াড় গুরুসাইদত্ত। প্রথম গেম হেরেও চিনা তাইপের ওয়াং জু-র বিরুদ্ধে (১৭-২১, ২১-১৩, ২১-১৯) ম্যাচ জিতে নেন গুরুসাইদত্ত। পরের রাউন্ডে গুরুসাইদত্ত খেলবেন চিনের কোয়ালিফায়ার লু কাইয়ের বিরুদ্ধে। গুরুসাইদত্ত জিতলেও পুরুষ সিঙ্গলস থেকে এদিন বিদায় নিলেন পারুপল্লি কাশ্যপ। চিনা তাইপে-র জেন হো-র কাছে ২৩-২৫, ১৭-২১ গেমে হারেন কাশ্যপ।