লন্ডন অলিম্পিকে একাই আটটি স্বর্ণ জিতেছিলেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস। রেকর্ড গড়ে ইতিহাসের সোনালি পাতায় নাম লিখে অমর হয়ে আছেন মার্কিন সাঁতারু। অলিম্পিকের পরপরই পুল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। তার সিদ্ধান্তে অনেকে অবাক হয়েছিলেন তখন। অনেকে আবার সাধুবাদও জানিয়েছিলেন। অলিম্পিকের ২০ মাস পার হওয়ার পর গেল সপ্তাহে আবারও পুরে নামার ঘোষণা জানিয়ে সবাইকে চমকে দেন ফেলপস। পরশু অ্যারিজোনায় সাঁতার প্রতিযোগিতায় নামলেও বাজিমাত করতে পারেননি। তবে ইঙ্গিত রেখেছেন পুরনো ছন্দে ফেরার। সাঁতারের রাজা পুলে নেমেছেন তার প্রিয় ইভেন্ট ১০০ মিটার বাটারফ্লাইয়ে। কিন্তু জিততে পারেননি। হেরেছেন তারই অলিম্পিক সতীর্থ রায়ান লোকটের কাছে। লোকটে প্রথম হয়েছেন ৫১.৯৩ সেকেন্ড সময়ে। বছরের এটা দ্বিতীয় দ্রুততম সময়। ফেলপসের সময় লেগেছে ৫২.১৩ সেকেন্ড। যা বছরের চতুর্থ দ্রুততম সময়। না পারলেও পারফরম্যান্সে হতাশ নন ফেলপস, 'আমি অনেকটাই নিরুদ্বেগ ছিলাম।' অ্যারিজোনা মিট শেষ হবে আজ। এর পর আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপ। সেখান থেকে ২০১৬ সালে রিও ডি জেনিরো অলিম্পিকের সাঁতার দল চূড়ান্ত করবে মার্কিন যুক্তরাস্ট্র। অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি ১৮টি স্বর্ণ জয়ের রেকর্ড ফেলপসের।