হায়দরাবাদের জয়
এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেল সান রাইজার্স হায়দরাবাদ। রুদ্ধশ্বাস ম্যাচে কাল তারা ৪ রানে হারিয়েছে দিলি্ল ডেয়ার ডেভিলসকে। দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক শেখর ধাওয়ান। অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের জোড়া হাফ সেঞ্চুরিতে মাত্র ১ উইকেটে ১৮৪ রান করে হায়দরাবাদ। মাত্র ৫৩ বলে অপরাজিত ৮৮ রান করেন ফিঞ্চ। ওয়ার্নার খেলেন ৫৮ রানের হার না মানা ইনিংস। শেখর ধাওয়ান করেছেন ৩৩ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার উইকেটে ১৮০ রানে থেমে যায় দিলি্লর ইনিংস। সর্বোচ্চ ৫২ রান এসেছে মুরালি বিজয়ের ব্যাট থেকে। ৪৮ রান করেছেন ডি কক।
মরকেলের অভিযোগ
গত বছর মহা-কেলেঙ্কারির পর এবার আইপিএলের ওপর সতর্ক দৃষ্টি রেখেছে এন্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (আকসু)। সতর্ক ক্রিকেটাররাও। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলে 'সন্দেহভাজন' এক ব্যক্তির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল আকসু কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন। এর আগেও এক ক্রিকেটার সন্দেহজনক এক মহিলার কথা আকসুর কাছে বলেছেন। খেলোয়াড়রা নিজেরাই এবার জুয়াড়িদের ধরতে সহযোগিতা করছেন। আইপিএলের সুনাম পুনরুদ্ধারের জন্য এটি খুবই ইতিবাচক।
সেনাবাহিনী চ্যাম্পিয়ন
ওয়ালটন স্মার্ট প্রিমিয়ার কাবাডি লিগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল লিগের শেষ ম্যাচে তারা ১৮-১৮ পয়েন্টে ড্র করে বর্ডার গার্ডের সঙ্গে। তবে বেশি পয়েন্ট পাওয়ার সুবাদে সেনাবাহিনী
চ্যাম্পিয়ন হয়। দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ পুলিশ ১টি লোনাসহ ২৮-১৮ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক।