বিশ্বকাপ জ্বরে থর থর করে কাঁপছে পুরো বিশ্ব। মাত্র ১ দিন পরেই শুরু হচ্ছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' ফুটবল বিশ্বকাপ। বিশ্বের অন্যান্য স্থানের মতো কলকাতাতেও বিশ্বকাপকে বরণ করে নিতে আয়োজনের কমতি নেই। প্রিয় দলের পতাকা বানাতে ব্যস্ত ফুটবলপ্রেমীরা। প্রতিবারের মতো এবারও তারকাদের ছবি দোকানে দোকানে। তবে ফুটবল বিশ্বকাপ নিয়ে অন্যান্যবারের মতো এবার বাড়তি উন্মাদনাটা নেই। মাতামাতি থাকলেও বিশ্বকাপের উত্তেজনায় যেন খানিকটা স্থবিরতা! মূলে একজনই_ সাকিব আল হাসান। ফুটবল বিশ্বকাপ নয়, পশ্চিমবঙ্গ এখন সাকিব জ্বরে কাঁপছে।
আইপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত জাদু দেখিয়ে টাইগার অলরাউন্ডার আসলে দুই বাংলার ক্রীড়ামোদীদের মাতিয়ে রেখেছেন। ফুটবল বিশ্বকাপ থেকে দর্শকদের দৃষ্টি নিজের দিকে টেনে নিয়েছেন। যেন এই মুহূর্তে কলকাতায় সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব সাকিবই! বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাট হাতে ২২ গজে নামার সঙ্গে সঙ্গেই গর্জে ওঠে ইডেন গার্ডেন। যা সত্যিই অভাবনীয় এক দৃশ্য! এ পর্যন্ত আইপিএল-সেভেনের মাত্র দুটি ম্যাচ হয়েছে কলকাতায়। আর দুটিতেই বাজিমাৎ করেছেন সাকিব। দুই ম্যাচেই সাইক্লোন গতিতে রান তুলেছেন। আবার বল হাতেও যথারীতি কিপ্টেমী ভাবটা বজায় রেখেছিলেন। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সাকিব এখন প্রতিপক্ষের জন্য আতঙ্ক।
ইডেনে অনুষ্ঠিত চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দুটি ছিল নাইটদের জন্য মহাগুরুত্বপূর্ণ। আর দুই ম্যাচেই সাকিব দেখিয়েছেন তার সক্ষমতা। চেন্নাইয়ের বিরুদ্ধে বল হাতে চার ওভারে মাত্র ৩০ দিয়েছেন। ব্যাট হাতে ২১ বলে অপরাজিত ৪৬ রানের বিধ্বংসী ইনিংস। ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে সাকিবের দ্যুতি যেন আরও উদ্ভাসিত হলো। ব্যাটিংয়ে ৩৮ বলে ৬০ রানের খাতা খুলে চার ওভারে রান দিলেন মাত্র ২৭। কিন্তু এরপরও দুই ম্যাচের একটিতেও ম্যাচসেরা হতে পারেননি সাকিব। তাতে কি? দুই বাংলার ক্রীড়ামোদীদের মন ঠিকই জয় করে নিয়েছেন।
ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে না পারায় অনেকেই ক্রিকেট থেকে দূরে দূরে ছিলেন। আইপিএল নিয়েও বাংলাদেশিদের তেমন মাথাব্যথা ছিল না। ক্রীড়ামোদীরা ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন ব্যস্ত ঠিক তখনই সাকিবের দাপুটে দুটি ইনিংস সব বদলে দিল। এখন দর্শকরা আবার ক্রিকেটমুখি। কলকাতার ম্যাচ থাকলে তো কথাই নেই। দর্শকের আগ্রহ দেখে মনে হয় যেন বাংলাদেশ দলের হচ্ছে। কী শপিং মল, কী গ্রামের চায়ের দোকান -টিভির সামনে ভিড়। যারা কাজে অনেক ব্যস্ত থাকেন তারাও এফএম রেডিওতে খেলার ধারাভাষ্য শোনেন। স্যোশাল মিডিয়াতেও সাকিবকে নিয়ে চলছে মাতামাতি।
ইডেনে ভক্তরা এখন সাকিবকে নিয়ে নানা কথা প্ল্যাকার্ডে লিখে নিয়ে স্টেডিয়ামে যান। পশ্চিম বঙ্গের মিডিয়া এমনিতেই বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে খানিকটা নাক সিটকাতো। তারাও এখন সাকিবকে নিয়ে প্রতিবেদন ছাপাচ্ছে। সাকিবের বড় বড় ছবি ছাপানো হচ্ছে। স্ত্রী শিশিরেরও বড় বড় ছবি ছাপানো হচ্ছে। কলকাতায় দেদারচ্ছে বিক্রি হচ্ছে সাকিবের ছবি।