রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা ঘরে তুলেছে। অ্যাটলেটিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গতকাল শনিবার ফাইনাল রাউন্ডে জয়ের মুকুট ছিনিয়ে নেয় রিয়াল মাদ্রিদ।
লিসবনে ফাইনাল দেখতে এসেছিলেন যাঁরা, তাঁদের অধিকাংশই অ্যাটলেটিকো সমর্থক। গোটা স্টেডিয়াম জুড়ে শুধুই লাল-সাদা জার্সি। সেখানে প্রায় ঢাকাই পড়ে গিয়েছিলেন রিয়েল সমর্থকরা।
খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল অ্যাটলেটিকো। ম্যাচের ৩৫ মিনিটে দিয়েগো গোডিন গোল করে এগিয়ে নেন দলকে।
দ্বিতীয়ার্ধে রিয়াল আক্রমণের ধার বাড়ালেও অ্যাটলেটিকো বেছে নেয় রক্ষণাত্মক পন্থা। শেষমেশ কর্নার কিক থেকে হেড দিয়ে গোল করে সমতা ফেরান সার্জিও রামোস।
এরপর শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। ১১০ মিনিটে দারুণ এক হেড দিয়ে রিয়ালকে এগিয়ে নেন গ্যারেথ বেল। এর ৮ মিনিটের মাথায় আরও একটি গোল অ্যাটলেটিকোর জালে ভরে দেয় রিয়াল মাদ্রিদ। মার্সেলোর গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় (৩-১)। ১২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাটলেটিকোর শোচনীয় পরাজয় নিশ্চিত করেন রোনালদো।
ম্যাচ শেষে সার্জিও রামোস বলেন, 'এই গোলটা শুধু আমার নয়। এই গোল সব মাদ্রিদ ফ্যানেদের। গোল করার পর যে তৃপ্তি হল, তা এককথায় অসাধারণ। আমরা আজ শেষপর্যন্ত লড়েছি। তাই গোলটা শুধু আমার নয়, সবার! সবার অনেক সমর্থনের জন্যই আজ এই ফলাফল হয়েছে। অনেক বছর পর এই আনন্দ পেলাম। তাই এই ট্রফি আমি সমর্থকদেরই উৎসর্গ করছি।'