বছরের দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন আজ থেকে প্যারিসের রোলাঁ গারোতে শুরু হচ্ছে। টুর্নামেন্টের বহু প্রত্যাশিত ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে।
গত বছর টুর্নামেন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের রবি গিনেপ্রির মুখোমুখি হবেন। দ্বিতীয় রাউন্ডে তিনি ডমিনিক থিয়েমের মুখোমুখি হতে পারেন। ড্রতে এবার নাদালের ভাগে আছেন নিকোলাস আলমাগ্রো, চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কা, টুর্নামেন্টের গত বছরের ফাইনালিস্ট স্বদেশি ডেভিড ফেরের, অ্যান্ডি মারে ও গ্রিগর দিমিত্রব।
আর বিশ্বের দুই নম্বর টেনিস তারকা ও টুর্নামেন্টের গত বারের সেমিফাইনালিস্ট নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডে ব্রাজিলের জোয়াও সুসার মুখোমুখি হবেন। জোকোভিচ চলতি বছর এখন পর্যন্ত তিনটি এটিপি মাস্টার্স শিরোপা জিতেছেন। গত সপ্তাহে নাদালকে হারিয়ে তিনি ইতালিয়ান ওপেন [রোম মাস্টার্স] শিরোপা জিতেছেন। তাই জোকোভিচ এবার ফ্রেঞ্চ ওপেন জিতে চলতি বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম জিততে চাইবেন।
ফ্রেঞ্চ ওপেনের ড্রতে এবার জোকোভিচের অংশে আছেন ২০০৯ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন রজার ফেদেরার, স্থানীয় ফেভারিট জো উইলফ্রে সোঙ্গা, জাপানি উদীয়মান তারকা কেই নিশিকোরি, মিলস রাওনিক, মার্কিন জন ইসনার ও টমাচ বার্দিচ।
এদিকে, মেয়েদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস প্রথম রাউন্ডে আলিজ লিমের মুখোমুখি হচ্ছেন। তৃতীয় রাউন্ডে সেরেনা তার বোন ভেনাসের মুখোমুখি হতে পারেন। ড্রতে সেরেনার অংশে আছেন ২০১৩ সালের রানার-আপ মারিয়া শারাপোভা।
উল্লেখ্য, আজ থেকে শুরু হয়ে ফ্রেঞ্চ ওপেন চলবে ৮ জুন পর্যন্ত।