ডেথ গ্রুপ 'ডি'। এক গ্রুপে তিন বিশ্ব চ্যাম্পিয়ন_ উরুগুয়ে, ইংল্যান্ড ও ইতালি। বিশ্বকাপ শুরুর আগেই নিশ্চিত হয়ে যায় _যে কোনো এক বিশ্ব চ্যাম্পিয়নকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে। খেলা লাতিন আমেরিকার মাটিতে বলে গ্রুপে ফেবারিট ভাবা হচ্ছিল উরুগুয়েকেই। তাছাড়া গত আসরের সেমিফাইনালিস্ট তারা। ব্রাজিলে অনুষ্ঠিত ১৯৫০ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। তাই এবার দ্বিতীয়বারের মতো ব্রাজিলে ফুটবল মহাযজ্ঞ বসার অনেক আগে থেকেই উরুগুয়েকে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল। উরুগুয়ের আক্রমণ ভাগে রয়েছে তিন বিশ্বসেরা তারকা_ সুয়ারেজ, ফোরলান ও কাভানি। ডি গ্রুপ থেকে উরুগুয়ে তো পরের রাউন্ডে যাবেই, ইংল্যান্ড ও ইতালির মধ্যে কারা নকআউট পর্বের টিকিট পাবে তা নিয়েই ভাবছিলেন ফুটবলপ্রেমীরা। আর গ্রুপের চতুর্থ দল কোস্টারিকাকে ভাবা হচ্ছিল সবচেয়ে হতভাগা দল। কেননা গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় তো নিশ্চিতই, কিন্তু বিদায়টাও বুঝি সম্মানের হবে না। গ্রুপ পর্বের তিন ম্যাচেই তিন বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সেই কোস্টারিকাই কিনা ঘটিয়ে ফেলল অঘটন। প্রথম ম্যাচে তারা উরুগুয়েকে পাত্তাই দিল না। এক গোলে পিছিয়ে থেকেও কোস্টারিকা ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ল। অন্য ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইতালি। তাই এবার ডি গ্রুপ থেকে দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। কোস্টারিকা তাদের প্রথম ম্যাচে যে গতিতে ফুটবল খেলেছে তা সত্যিই অসাধারণ। উরুগুয়েকে সবসময় চাপের মধ্যে রেখেছিল তারা।