বৃষ্টিতে বন্ধ ছিল ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে। খেলা বন্ধ, ক্রিকেটাররা সাঝঘরের বাইরে অপেক্ষা করছেন খেলা শুরুর। ঠিক তখনই ঘটনাটির জন্ম। টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে গ্যালারিতে যান সাকিব আল হাসান এবং সেখানে দেখা করে স্ত্রী শিশিরের সঙ্গে। এরপর স্ত্রীকে উত্ত্যক্তকারী তরুণকে উত্তম-মধ্যম দেন। যদিও উত্তম-মধ্যমের বিষয়টি স্বীকার করেননি সাকিব। তবে টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে সাঝঘর ছাড়ার বিষয় স্বীকার করেন। গতকাল ওই ঘটনা নিয়ে শুনানির মুখোমুখি হয়েছিলেন সাকিব। সেখানে অবস্থান ব্যাখ্যা করেন তিনি। শুনানিতে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন দুই পরিচালক আকরাম খান ও জালাল ইউনুস এবং বিসিবির ভারপাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন।
কাল সকালে শুনানি হয় বিসিবির কার্যালয়ে। শুনানি শেষে মিডিয়ার মুখোমুখিতে সাকিব জানান সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি, 'সাজঘর ছেড়ে বেরিয়ে যাওয়াটা ঠিক হয়নি।'