উচ্ছল ইরানি তরুণরা মৌমাছির মতোই ছেকে ধরল আর্জেন্টাইন আক্রমণভাগের সেনানীদের। না, তাগড়া ইরানি জওয়ানদের এ জট খোলা বুঝি আলবেসিলেস্তদের কম্ম নয়। বুয়েন্স আয়ার্সের আবহে বেলো হরিজন্তের উচ্ছল তরুণ-তরুণীদের মধ্যে প্রাণের জোয়ার সময়ের সঙ্গে সঙ্গেই কমতে থাকল। পুরো ম্যাচে আকাশি-সাদা পতাকা ওড়ানো প্রাণবন্ত এক তরুণ নির্ধারিত নব্বই মিনিট শেষ হতেই পতাকা গুটিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কিন্তু কে জানত লিওনেল মেসি ম্যাচের শেষটুকু ভিন্নভাবে শেষ করার জন্যই জাদুর ঝাঁপিতে শেষ মন্ত্রটা রেখে দিয়েছিলেন!
নির্ধারিত নব্বই মিনিট শেষ। বেলো হরিজন্তের মিনেরাও স্টেডিয়ামে আকাশি-সাদা রঙের ফাঁকে ফাঁকে লাল ও সাদা জার্সিধারীদের উৎসব মঞ্চ প্রস্তুত হয়ে গেছে। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে গোলশূন্য ড্রও কি কম কথা! ইরানের জন্য জাতীয় উৎসবের উপলক্ষই তো। বেলো হরিজন্তের উৎসব মঞ্চের রং তখন আটলান্টিক ও ভূমধ্যসাগর পেরিয়ে সুদূর ইরানেও পৌঁছে গেছে। কিন্তু শেষ হইয়াও হইল না শেষের মতোই ঘটে গেল ঘটনাটা। ভোজবাজির মতোই কোত্থেকে দেবদূত হিসেবে উদয় ঘটল লিওনেল মেসির। যে বিশ্বসেরা তারকাকে পুরো ম্যাচে দু-একটি আক্রমণ ছাড়া খুঁজে পাওয়া যায়নি তিনি উদয় হলেন আর্জেন্টিনার উদ্ধারকর্তা হিসেবে। ৯১তম মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে ইরানি রক্ষণব্যূহের ফাঁকফোকর গলে লিওনেল মেসি দ্বিতীয় গোলবারে শট নেন ডি বক্সের ডান কোণের বেশ খানিকটা বাইরে থেকে। যে পারসিয়ান গোলরক্ষক পুরো ম্যাচে আর্জেন্টাইন আক্রমণভাগের অসংখ্য আক্রমণ রুখে দিয়েছেন চীনের মহাপ্রাচীরের মতোই সেই আলী রেজা হাগিগি লিওনেল মেসির অবিশ্বাস্য শটটার নাগাল পাননি পাখির মতো উড়াল দিয়েও। বিশ্বকাপের সেরা গোলগুলোর একটা হলো কি গতকাল?
টানা দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার বগলদাবা করেছেন লিওনেল মেসি। গোল করেছেন দুই ম্যাচে দুটি। এক ম্যাচে ঝলক দেখিয়ে ভক্তদের হৃদয়কাড়ার চেয়ে ধারাবাহিক পারফর্ম করার প্রতিজ্ঞা করেই যেন লিওনেল মেসি বিশ্বকাপে খেলতে এসেছেন। এখনো পর্যন্ত দুই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার কেউ পাননি। মেসি কি তবে ব্রাজিল বিশ্বকাপের সম্ভাব্য গোল্ডেন বল জয়ী! গোলের ব্যবধানেও তো খুব একটা পিছিয়ে নেই। মুলার, রোবেন, পার্সি, বেনজেমা ও ভ্যালেন্সিয়া তিনটি করে গোল করে মেসির চেয়ে এক ধাপ এগিয়ে আছেন।
শিরোনাম
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
- বাড়ির উঠানে বৃদ্ধকে শুঁড় দিয়ে আছড়ে মারল হাতি
- বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার
- সুন্দরবনে মহাবিপন্ন বাটাগুর বাসকা কচ্ছপের ৬৫ বাচ্চার জন্ম
- পাকিস্তানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯
- পেহেলগাঁও ইস্যু, আন্তর্জাতিক তদন্তে ব্রিটেনকে যুক্ত হওয়ার আহ্বান পাকিস্তান প্রধানমন্ত্রীর
- পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ১
ত্রাণকর্তা মেসি
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর