উচ্ছল ইরানি তরুণরা মৌমাছির মতোই ছেকে ধরল আর্জেন্টাইন আক্রমণভাগের সেনানীদের। না, তাগড়া ইরানি জওয়ানদের এ জট খোলা বুঝি আলবেসিলেস্তদের কম্ম নয়। বুয়েন্স আয়ার্সের আবহে বেলো হরিজন্তের উচ্ছল তরুণ-তরুণীদের মধ্যে প্রাণের জোয়ার সময়ের সঙ্গে সঙ্গেই কমতে থাকল। পুরো ম্যাচে আকাশি-সাদা পতাকা ওড়ানো প্রাণবন্ত এক তরুণ নির্ধারিত নব্বই মিনিট শেষ হতেই পতাকা গুটিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কিন্তু কে জানত লিওনেল মেসি ম্যাচের শেষটুকু ভিন্নভাবে শেষ করার জন্যই জাদুর ঝাঁপিতে শেষ মন্ত্রটা রেখে দিয়েছিলেন!
নির্ধারিত নব্বই মিনিট শেষ। বেলো হরিজন্তের মিনেরাও স্টেডিয়ামে আকাশি-সাদা রঙের ফাঁকে ফাঁকে লাল ও সাদা জার্সিধারীদের উৎসব মঞ্চ প্রস্তুত হয়ে গেছে। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে গোলশূন্য ড্রও কি কম কথা! ইরানের জন্য জাতীয় উৎসবের উপলক্ষই তো। বেলো হরিজন্তের উৎসব মঞ্চের রং তখন আটলান্টিক ও ভূমধ্যসাগর পেরিয়ে সুদূর ইরানেও পৌঁছে গেছে। কিন্তু শেষ হইয়াও হইল না শেষের মতোই ঘটে গেল ঘটনাটা। ভোজবাজির মতোই কোত্থেকে দেবদূত হিসেবে উদয় ঘটল লিওনেল মেসির। যে বিশ্বসেরা তারকাকে পুরো ম্যাচে দু-একটি আক্রমণ ছাড়া খুঁজে পাওয়া যায়নি তিনি উদয় হলেন আর্জেন্টিনার উদ্ধারকর্তা হিসেবে। ৯১তম মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে ইরানি রক্ষণব্যূহের ফাঁকফোকর গলে লিওনেল মেসি দ্বিতীয় গোলবারে শট নেন ডি বক্সের ডান কোণের বেশ খানিকটা বাইরে থেকে। যে পারসিয়ান গোলরক্ষক পুরো ম্যাচে আর্জেন্টাইন আক্রমণভাগের অসংখ্য আক্রমণ রুখে দিয়েছেন চীনের মহাপ্রাচীরের মতোই সেই আলী রেজা হাগিগি লিওনেল মেসির অবিশ্বাস্য শটটার নাগাল পাননি পাখির মতো উড়াল দিয়েও। বিশ্বকাপের সেরা গোলগুলোর একটা হলো কি গতকাল?
টানা দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার বগলদাবা করেছেন লিওনেল মেসি। গোল করেছেন দুই ম্যাচে দুটি। এক ম্যাচে ঝলক দেখিয়ে ভক্তদের হৃদয়কাড়ার চেয়ে ধারাবাহিক পারফর্ম করার প্রতিজ্ঞা করেই যেন লিওনেল মেসি বিশ্বকাপে খেলতে এসেছেন। এখনো পর্যন্ত দুই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার কেউ পাননি। মেসি কি তবে ব্রাজিল বিশ্বকাপের সম্ভাব্য গোল্ডেন বল জয়ী! গোলের ব্যবধানেও তো খুব একটা পিছিয়ে নেই। মুলার, রোবেন, পার্সি, বেনজেমা ও ভ্যালেন্সিয়া তিনটি করে গোল করে মেসির চেয়ে এক ধাপ এগিয়ে আছেন।
শিরোনাম
- সমুদ্র সৈকতে প্রকাশ্যে স্ত্রীকে মারধর, স্বামী গ্রেফতার
- ‘বিএনপির দুঃসময়ে আন্দোলনের নেতৃত্বে ছিলেন শফিউল বারী বাবু’
- মাইলস্টোনে ছুটি বাড়ল আরও তিনদিন
- মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিল গোবিপ্রবি
- যশোরের জলাবদ্ধ ভবদহ এলাকায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
- রংপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা পেল হাজারও মানুষ
- চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেফতার
- কোটালীপাড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
- শেরপুরে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা পেল হাজারও দুস্থ
- সিলেটে বাসের নিচে চাপা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
- বাজেট বৈষম্যের প্রতিবাদে বেরোবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি
- তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত কম্বোডিয়া-থাইল্যান্ড
- আহতদের সেবা দেওয়া চিকিৎসকরাও জুলাইয়ের নায়ক : প্রধান উপদেষ্টা
- ডেঙ্গু প্রতিরোধে কলাপাড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমার সমাধীতে বিমান বাহিনীর শ্রদ্ধা
- বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়ক জসিমপুত্র রাতুল
- মেহেরপুরে হত্যা মামলায় একজনের ফাঁসি
- পুলিশের চার ডিআইজি বাধ্যতামূলক অবসরে
- নেত্রকোনায় শিশু পান্না গণধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা: তিনজনের ফাঁসির রায়
- ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে
ত্রাণকর্তা মেসি
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর