স্যাম রবসনের প্রথম সেঞ্চুরির উপর ভর করে হেডিংলি টেস্টে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৩২০। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২৫৭ রানে অলআউট হয়ে যায়। তাই ইংল্যান্ড ৪ উইকেট হাতে নিয়ে এখন ৬৩ রানে এগিয়ে।
শনিবার বিনা উইকেটে ৩৬ রান খেলা শুরু করে ইংল্যান্ড দিনের শুরুতেই হারায় অধিনায়ক অ্যালিস্টার কুকের উইকেট। তবে গ্যারি ব্যালান্সের সঙ্গে রবসনের ১৪২ রানের জুটিতে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যায় স্বাগতিকরা।
৭৪ রান করে ব্যালান্স ফিরে গেলেও অবিচল ছিলেন দ্বিতীয় টেস্ট খেলতে নামা রবসন। নুয়ান প্রদীপের বলে বোল্ড হওয়ার আগে ১২৭ রান করেন তিনি। তার ২৫৩ বলের ইনিংসটিতে ১৫টি চার ও ১টি ছক্কা রয়েছে। এছাড়া ৬৪ রান করেন ইয়ান বেল।
শেষ বেলায় ৩ রানে তিন উইকেট নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে সফরকারী শ্রীলংকা। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও শামিন্দা এরাঙ্গা।