লন্ডনের চার্চ রোডের সেন্টার কোর্টে আগামীকাল থেকে শুরু হচ্ছে টেনিসের বিশ্বকাপ বলে খ্যাত উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে ছেলে এবং মেয়েদের বিভাগের ড্র ও সীড নির্ধারণ ইতোমধ্যে হয়ে গেছে। এবার ছেলেদের বিভাগের তৃতীয় শীর্ষ বাছাই গতবারের চ্যাম্পিয়ন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। আর প্রথম ও দ্বিতীয় বাছাই হচ্ছেন বিশ্বের দুই নাম্বার তারকা নোভাক জোকোভিচ ও এ বছর ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।
এদিকে, মেয়েদের বিভাগে শীর্ষ বাছাই এবার ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়া নাম্বার ওয়ান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। আর দ্বিতীয় বাছাই হচ্ছেন চীনের লি না। সূত্র বিবিসি
আগামীকাল সোমবার ব্রিটিশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী দুপুর ১টায় অ্যান্ডি মারে ও বেলজিয়ামের ডেভিড গফিনের মধ্যকার প্রথম রাউন্ডের খেলা দিয়ে টুর্নামেন্টটি শুরু হবে। শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডে আন্দ্রে গলুবেভের মুখোমুখি হবেন। আর নাদাল খেলবেন মার্টিন ক্লিজানের বিরুদ্ধে। চতুর্থ বাছাই রজার ফেদেরার খেলবেন পাওলো লরেনজির বিরুদ্ধে।
অপরদিকে, মেয়েদের বিভাগে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন আন্না তাতিশভিলির বিপক্ষে। আর এ বছর ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা খেলবেন ব্রিটিশ তারকা সামান্থা মারের বিরুদ্ধে।