দ্বিতীয় রাউন্ডের খেলা এখনো শেষ হয়নি। তার আগেই জমে উঠেছে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের লড়াই। বিশেষ করে গোল্ডেন বুটের লড়াইটা বেশ জমজমাট। এই লড়াইয়ে থমাস মুলার, এনার ভ্যালেন্সিয়া, করিম বেনজামার সঙ্গে রয়েছেন নেদারল্যান্ডসের দুই তারকা ফুটবলার রবিন ফন পার্সি ও অ্যারিয়েন রোবেন। দুই তারকার আলো ছড়ানো ফুটবলে এবারের ফুটবল মহাযজ্ঞে সবার আগে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডাচরা। দুই ম্যাচে দুজনেই গোল করেছেন সমান তালে তিনটি করে। আজ সালভাদোর আলেন্দের দেশ, ইভান জামারানো, মার্সেলো সালাসের দেশ চিলির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টিউলিপের দেশটি। রোবেন খেললেও পারবেন না পার্সি আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখায়। তাই বলে মন খারাপ নয়। আজকের ম্যাচ মিস করলেও জানিয়েছেন রোবেনের সঙ্গে খেলাটা উপভোগ করেন পুরোপুরি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে। ওই ম্যাচে দুটি করে গোল করেছেন ফন পার্সি ও রোবেন। পরের ম্যাচে পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারায় ডাচরা। সকারুদের বিপক্ষেও গোল করেন দুই তারকা। সব মিলিয়ে আসরে দুই তারকার গোল তিনটি করে ৬টি। দলের গোল ৮টি। পার্সি যে তিনটি গোল করেছেন, তার দুটির জোগানদাতা রোবেন। ক্লাব ফুটবলে দুই তারকা খেলেন দুই ক্লাবে। তারপরও দুজনেই ডাচদের মূল ভরসা। পার্সি মূলত স্ট্রাইকার এবং রোবেন উইঙ্গার। উইঙ্গার রোবেনের সঙ্গে খেলাকে উপভোগ করেন পুরোপুরি, ‘রোবেন একজন অসাধারণ ফুটবলার। আমি তার সঙ্গে খেলতে ভালোবাসি।’ দুই ক্লাবের ফুটবলার বলে খেলার কৌশলে কিছু সমস্যা রয়েছে। তারপরও সব কিছুকে কাটিয়ে একসঙ্গে খেলাকেই উপভোগ করেন, ‘আমাদের পক্ষে এক রকম খেলাটা একটু কঠিনই। দুজনেই দলের পক্ষে সেন্ট্রাল রোল পে করি।
তারপরও দুজনে দলের পক্ষে গোল করেছি ৬টি। আশা করি পরের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।’ প্রতিপক্ষের জন্য রোবেন অনেক বেশি ভয়ঙ্কর বলে মনে করেন ডাচ অধিনায়ক, ‘প্রতিপক্ষের কাছে সে আনপ্রেডিক্টেবল। তবে আমার কিংবা দলের জন্য নয়। সে অনেক গতিশীল ফুটবলার। পুরো মাঠজুড়েই খেলেন। সে যেমন গোল করেন, তেমনি গোল করতে সহায়তাও করেন।’
নেদারল্যান্ডস আজ গ্রুপের শেষ ম্যাচে চিলির বিপক্ষে খেলতে নামবে সাও পাওলোর কোরিন্থয়ান্স অ্যারেনায়।
শিরোনাম
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
- বাড়ির উঠানে বৃদ্ধকে শুঁড় দিয়ে আছড়ে মারল হাতি
- বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার
রোবেনের প্রশংসায় পার্সি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর