দ্বিতীয় রাউন্ডের খেলা এখনো শেষ হয়নি। তার আগেই জমে উঠেছে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের লড়াই। বিশেষ করে গোল্ডেন বুটের লড়াইটা বেশ জমজমাট। এই লড়াইয়ে থমাস মুলার, এনার ভ্যালেন্সিয়া, করিম বেনজামার সঙ্গে রয়েছেন নেদারল্যান্ডসের দুই তারকা ফুটবলার রবিন ফন পার্সি ও অ্যারিয়েন রোবেন। দুই তারকার আলো ছড়ানো ফুটবলে এবারের ফুটবল মহাযজ্ঞে সবার আগে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডাচরা। দুই ম্যাচে দুজনেই গোল করেছেন সমান তালে তিনটি করে। আজ সালভাদোর আলেন্দের দেশ, ইভান জামারানো, মার্সেলো সালাসের দেশ চিলির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টিউলিপের দেশটি। রোবেন খেললেও পারবেন না পার্সি আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখায়। তাই বলে মন খারাপ নয়। আজকের ম্যাচ মিস করলেও জানিয়েছেন রোবেনের সঙ্গে খেলাটা উপভোগ করেন পুরোপুরি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে। ওই ম্যাচে দুটি করে গোল করেছেন ফন পার্সি ও রোবেন। পরের ম্যাচে পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারায় ডাচরা। সকারুদের বিপক্ষেও গোল করেন দুই তারকা। সব মিলিয়ে আসরে দুই তারকার গোল তিনটি করে ৬টি। দলের গোল ৮টি। পার্সি যে তিনটি গোল করেছেন, তার দুটির জোগানদাতা রোবেন। ক্লাব ফুটবলে দুই তারকা খেলেন দুই ক্লাবে। তারপরও দুজনেই ডাচদের মূল ভরসা। পার্সি মূলত স্ট্রাইকার এবং রোবেন উইঙ্গার। উইঙ্গার রোবেনের সঙ্গে খেলাকে উপভোগ করেন পুরোপুরি, ‘রোবেন একজন অসাধারণ ফুটবলার। আমি তার সঙ্গে খেলতে ভালোবাসি।’ দুই ক্লাবের ফুটবলার বলে খেলার কৌশলে কিছু সমস্যা রয়েছে। তারপরও সব কিছুকে কাটিয়ে একসঙ্গে খেলাকেই উপভোগ করেন, ‘আমাদের পক্ষে এক রকম খেলাটা একটু কঠিনই। দুজনেই দলের পক্ষে সেন্ট্রাল রোল পে করি।
তারপরও দুজনে দলের পক্ষে গোল করেছি ৬টি। আশা করি পরের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।’ প্রতিপক্ষের জন্য রোবেন অনেক বেশি ভয়ঙ্কর বলে মনে করেন ডাচ অধিনায়ক, ‘প্রতিপক্ষের কাছে সে আনপ্রেডিক্টেবল। তবে আমার কিংবা দলের জন্য নয়। সে অনেক গতিশীল ফুটবলার। পুরো মাঠজুড়েই খেলেন। সে যেমন গোল করেন, তেমনি গোল করতে সহায়তাও করেন।’
নেদারল্যান্ডস আজ গ্রুপের শেষ ম্যাচে চিলির বিপক্ষে খেলতে নামবে সাও পাওলোর কোরিন্থয়ান্স অ্যারেনায়।
শিরোনাম
- চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত, আতঙ্কে ৫০ হাজার মানুষ
- সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৪৯
- সাদাপাথর লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান আলমগীর গ্রেফতার
- মেহেরপুরে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
- সাদা পাথর লুটের ঘটনায় করা রিটের শুনানি রবিবার
- ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয়, সতর্ক থাকতে হবে : দুদু
- মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে : ধর্ম উপদেষ্টা
- রাবিতে পোষ্য কোটাকে কেন্দ্র করে শঙ্কায় রাকসু নির্বাচন
- যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়ার জন্য ‘গুরুতর পরিণতি’: ট্রাম্প
- রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে যুবক নিহত
- সাদাপাথরে বিছিয়ে দেওয়া হলো জব্দকৃত ১২ হাজার ঘনফুট পাথর
- স্যুটকেসের নাম কেন ‘স্যুটকেস’, এখনকার ট্রলি ব্যাগটি কীভাবে এল?
- আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি ঘোষণা
- টিকটকার প্রিন্স মামুন আবারও গ্রেফতার
- দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- পানি সংকট মোকাবিলা : ছবি-ইমেল মুছে ফেলার আহ্বান ব্রিটেন সরকারের
- ১০ দিনেই এক লাখ করদাতার ই-রিটার্ন দাখিল
- হামজার দুর্দান্ত গোলের পরও লিস্টারের বিদায়
- পুঁজিবাজার: সূচকের উত্থানে চলছে লেনদেন
- ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন
রোবেনের প্রশংসায় পার্সি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর