রবিবার 'রেস ডে'-টা ভালই গেল ফোর্স ইন্ডিয়ার সার্জিও পেরেজের। রবিবার অস্ট্রিয়া গ্রাঁ প্রি-তে গ্রিডে ১৫ নম্বরে শুরু করে শেষপর্যন্ত ষষ্ঠ স্থানে রেস শেষ করলেন তিনি। অন্যদিকে টিমমেট নিকো হাল্কেনবার্গ শেষ করলেন নবম স্থানে। দু’জনে মিলে ফোর্স ইন্ডিয়াকে এনে দিলেন মূল্যবান ১০ পয়েন্ট।
চলতি বছরটা দারুণ যাচ্ছে সিলভারস্টোনের ভারতীয় ফর্মুলা ওয়ান দলের। মরসুমের আটটি রেস থেকেই কিছু না কিছু পয়েন্ট অর্জন করতে সফল হাল্কেনবার্গরা। অন্যদিকে চলতি মরসুমের আগের বেশ কয়েকটি রেসের মতো অস্ট্রিয়ার স্পিলবার্গেও জয়জয়কার মার্সিডিজের।
ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপে এইমুহূর্তে শীর্ষ স্থানে থাকা নিকো রসবার্গ রবিবারের রেসেও পোল পজিশন ছিনিয়ে নিতে সফল। পাশাপাশি দ্বিতীয় হলেন তাঁর টিমমেট লুইস হ্যামিল্টন।