স্পেন ও ইংল্যান্ডের পথে হাঁটবে কোন দল? ইতালি না উরুগুয়ে? নাটালের দুনাস অ্যারিনা আজ মধ্যরাতেই এই প্রশ্নের উত্তর হাজির করবে ফুটবলভক্তদের সামনে। মৃত্যুগুহা থেকে বেরিয়ে আসার লড়াইয়ে নামছে ইতালি-উরুগুয়ে। নকআউট পর্বে যাওয়ার জন্য এক পয়েন্ট হলেই হয় চারবারের চ্যাম্পিয়ন ইতালির। জয়ের বিকল্প নেই উরুগুয়ের সামনে। সুয়ারেজে ভর করে ইতালিয়ানরা আজও পাড়ি দিতে পারে ডি গ্রুপের বৈতরণী। পিরলো-বালোতেল্লিরা জ্বলে উঠলে ইতালিও ফিরে পেতে পারে নিজেদের।
ব্রাজিল বিশ্বকাপ অসংখ্য ঘটন-অঘটনের ডিপো। বিশ্বকাপ শুরুর আগেই এ খবর চাওর হয়েছিল দুনিয়াময়। সাও পাওলো কিংবা রিওডি জেনিরোতে এখনো ব্রাজিলিয়ানদের দ্রোহের আগুনে পানি পড়েনি। নেইমাররা ভালো কিছু করলেই কেবল নিভতে পারে এ আগুন। এসব তো বছর জুড়ে চলতে থাকা নাটকের ধারাবাহিক পর্ব। ব্রাজিল বিশ্বকাপ শুরু হতেই দেখা গেল, ম্যাজিক বক্স অসংখ্য মন্ত্র। একটা একটা করে উন্মোচিত করল বিশ্বকাপের ম্যাজিক বক্স। প্রতিটা বিশ্বকাপে একটা-দুটো বিস্ময়কর ঘটনা ঘটেই। ১৯৯০ সালে যেমন আর্জেন্টিনাকে হারিয়েছিল ক্যামেরুন। ১৯৮২তে জার্মানিকে হারিয়েছিল আলজেরিয়া। এমনই আরও অনেক দুর্ঘটনা দেখেছে বিশ্বকাপ। কিন্তু দুর্ঘটনার সংখ্যা কখনো ক্যালকুলেটরে হিসেব করার পর্যায়ে পৌঁছায়নি। ব্রাজিল বিশ্বকাপে দুর্ঘটনার হিসেব কষতে ক্যালকুলেটরেরই প্রয়োজন।
উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে দিল কোস্টারিকা। দুনিয়া ভাবল এটা একটা দুর্ঘটনা। দিন কয়েক পর চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকেও হারিয়ে দিল কোস্টারিকা। এবার আর কেউ চমকাল না। অবিশ্বাসে হয়ত চোখ বড় হয়েছে। তবে কেউ আর এটাকে দুর্ঘটনা বলল না। আজও কি স্বাভাবিক এমন একটা ঘটনা ঘটতে চলেছে! টানা দুই পরাজয়ে ইংলিশদের বিদায় ঘণ্টা বেজে গেছে। বিদায়ী ম্যাচে কোস্টারিকার কাছ থেকে কি আজ শেষ আঘাত হজম করতে হবে রুনিদের! ব্রাজিল বিশ্বকাপের মৃত্যুগুহা (ডি গ্রুপ) থেকে অবিশ্বাস্যভাবে বেরিয়ে এসেছে কোস্টারিকা। ইতালি এবং উরুগুয়েকে দাঁড় করিয়ে দিয়েছে পরস্পরের মুখোমুখি। এবার কি? দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াইটা কোথায় গিয়ে শেষ হবে? নকআউট পর্বে কে হবে কোস্টারিকার সঙ্গী? ইতালি নাকি উরুগুয়ে?
নকআউট পর্বে কে হচ্ছে কোস্টারিকার সঙ্গী? ডি গ্রুপ নিয়ে আজ থেকে দুই সপ্তাহ আগের যে কোনো বিশ্লেষণে এমন লেখা দেখলে লোকে তাকে পাগল ছাড়া কিছু বলত না। এমন লেখার সাধ্য সত্যিই কারও ছিল না। এমন কি ফুটবলের সেরা বিশেষজ্ঞেরও নয়। দুই সপ্তাহ আগের সেই অকল্পনীয় শিরোনামটাই আজকের বাস্তবতা। কে হবে কোস্টারিকার সঙ্গী? ডি গ্রুপে টানা দুই জয়ে নকআউট পর্বে পৌঁছে গেছে কোস্টারিকা। একটি করে জয় পেয়েছে ইতালি ও উরুগুয়ে। ৩ পয়েন্ট করে নিয়ে দুই দলই আছে সমান্তরালে। তবে গোল ব্যবধানে কিছুটা এগিয়ে আছে ইতালি। আজ ড্র করলেও নকআউট পর্বে পৌঁছে যাবে আজ্জুরিরা। শেষ ষোলতে যেতে হলে উরুগুয়ের জয়ের বিকল্প নেই।
অতীত বলছে, এগিয়ে আছে উরুগুয়ে। দুই দলের ৯ বারের সাক্ষাতে ৩ জয় উরুগুয়ের দখলে। ইতালি জয় পেয়েছে দুই ম্যাচে। বাকি চারটি ড্র। তবে ফিফা টুর্নামেন্টে এখনো উরুগুয়ের বিপক্ষে অজেয় ইতালিয়ানরা। ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছিল আজ্জুরিরা। গত বছরের ফিফা কনফেডারেশনস কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতেছিল ইতালি। আজও কি অপরাজিত থাকবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা!