ধোনিদের চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। এবার সেই সফরসূচীও প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ঠিক আগেই দু'মাসব্যাপী এই অস্ট্রেলিয়া সফর করবে ভারত। বিশ্বকাপের কথা মাথায় রেখে ধোনিদের জন্য যা অত্যন্ত লাভজনক বলে মনে করছে ক্রিকেট মহল।
সফর শুরু হবে ৪ ডিসেম্বর। এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি। ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনিতে ৪টি টেস্ট খেলা ছাড়াও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ খেলবেন মেন ইন ব্লু'রা। ওয়ান ডে সিরিজ শুরু হবে ১৬ জানুয়ারি। ফাইনাল ১ ফেব্রুয়ারি।