বৃহস্পতিবার আইসিসির চেয়ারম্যানের পদে নিযুক্ত হয়েছেন নির্বাসিত বিসিসিআই প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসন। বিতর্কিত শ্রীনিকে আইসিসির গুরুত্বপূর্ণ পদে বসানোর পদক্ষেপকে ভালো চোখে দেখছে না ‘দ্য ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ ফিকা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাসিত প্রেসিডেন্ট শ্রীনিবাসনকে প্রথম চেয়ারম্যান নিযুক্ত করায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিকে একহাত নিলেন ফিকার এক্সিকিউটিভ চেয়ারম্যান পল মার্শ। তিনি জানান ,‘ আমরা দেখতে পাচ্ছি যে, সাম্প্রতিককালে আইসিসির প্রশাসনিক স্তরে অনেক পরিবর্তন এসেছে। প্রশাসনিক কর্তারা নিজেদের ইচ্ছেমতো ক্রিকেটকে পরিচালিত করছে। শ্রীনিকে নিয়ে ফিকা’র অবস্থান সম্পর্কে সকলেই ওয়াকিবহাল।
আমরা বারবারই বলে এসেছি যে, শ্রীনিবাসনকে নিয়ে বিতর্কের অবসান হওয়ার পরেই আইসিসি তাকে নিযুক্ত করার কথা ভাবা উচিত। সুতরাং এটা অত্যন্ত হতাশাজনক সিদ্ধান্ত। ক্রিকেটের প্রতি ফিকার যে দায়বদ্ধতা রয়েছে সেখান থেকে আমরা কখনোই সরে আসব না।
অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক মার্টিন স্নিডেন অবশ্য শ্রীনির পক্ষেই কথা বলেছেন। তিনি জনান, ‘আগে শ্রীনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক। তারপর না হয় আইসিসি বিষয়টি নিয়ে ভেবে দেখবে।’