একটা সময় ছিল, যখন মাদ্রিদ ডার্বি বলতেই রিয়াল মাদ্রিদের জয় বুঝাত। তবে গত মৌসুমে এই ধারাতে ছেদ টেনেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে। লা লিগায় নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করলেও সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পরিবর্তনের এই ধারাটা অবশ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ধরে রাখতে পারেননি সিমিওনে। অ্যাটলেটিকো হেরে গিয়েছিল ৪-১ গোলে। নতুন মৌসুমে অবশ্য অনেক কিছুই বদলে গেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের অনেক তারকা ফুটবলারই চলে গেছেন ভিন্ন ঠিকানায়। দিয়েগো কস্তা এবং কর্টয়েস এখন চেলসিতে। অন্যদিকে রিয়াল মাদ্রিদে যোগ হয়েছে বাড়তি শক্তি। রোনালদো-বেলে-বেনজেমাদের সঙ্গে যোগ হয়েছেন জেমস রদ্রিগেজ। শক্তিশালী এই রিয়াল মাদ্রিদেরই মুখোমুখি হতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি খেলতে নামছে রিয়াল- অ্যাটলেটিকো। স্প্যানিশ সুপার কাপে দুই দল প্রথম লেগ খেলতে নামবে আজ। দ্বিতীয় লেগ ভিসেন্ট ক্যালডেরনে অনুষ্ঠিত হবে ২২ আগস্ট। স্প্যানিশ সুপার কাপে সর্বোচ্চ ১১ বার শিরোপা জয় করেছে বার্সেলোনা। ৯টি শিরোপা জিতে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। অ্যাটলেটিকো এই কাপে একবারই শিরোপা জিতেছিল। ১৯৮৫ সালে তারা বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছিল প্রথম লেগে। দ্বিতীয় লেগে বার্সেলোনা ১-০ গোলে জিতলেও শিরোপা পেয়েছিল অ্যাটলেটিকো। রিয়াল এই কাপে সর্বশেষ শিরোপা জিতেছে ২০১২ সালে বার্সাকে হারিয়ে।