এশিয়ান গেমসে এখনো ফুটবলের গ্রুপিং হয়নি। তাই জানা যায়নি কোন গ্রুপে খেলবে বাংলাদেশ। তারপরও গেমসকে সামনে রেখে জোর অনুশীলন করছে ফুটবলাররা। এদিকে বাবার ক্যান্সারের খবর পেয়ে পরশু রাতে এক সপ্তাহের ছুটিতে নেদারল্যান্ডস উড়ে গেছেন মূল কোচ লোডডিক ক্রুইফ। কোচের অবর্তমানে বিকেএসপিতে কোচিং করাচ্ছেন রেনে কোস্টার। এশিয়াডের প্রস্তুতিতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভেন্যু ঠিক হলেও তারিখ চূড়ান্ত হয়নি। এর আগে ২৫ ও ২৮ আগস্ট ম্যাচ দুটির তারিখ ঠিক করেছিল বাফুফে। কিন্তু বিমানের ফ্লাইট শিডিউল না মেলায় নতুন করে তারিখ নির্ধারণ করেছে বাফুফে। ২৬ ও ২৯ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব পাঠিয়েছে নেপাল ফুটবল ফেডারেশনের কাছে- তেমনই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। প্রথম ম্যাচটি ঢাকার আর্মি বা কমলাপুর স্টেডিয়ামে হতে পারে। মাঠ পরিচর্যার জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হচ্ছে না। দ্বিতীয় ম্যাচ সিলেটে হবে। এ ছাড়াও আজ বাংলাদেশ পুলিশ ও ২২ আগস্ট বাফুফে একাদশের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-২৩ দল।
গত ৩ আগস্ট প্রস্তুতি শুরু হয় অনূর্ধ্ব-২৩ দলের। প্রাথমিক স্কোয়াডে ছিল ২৭ ফুটবলার। গত শনিবার দলের স্কোয়াড কমিয়ে আনা হয় ২০ জনে। অলিম্পিকের নিয়মানুযায়ী প্রতিটি দলে বয়স্ক তিন ফুটবলার খেলতে পারবেন। এ কোটায় রয়েছেন অধিনায়ক মামুনুল ইসলাম, আতিকুর রহমান মিশু ও বাংলাদেশি বংশোদ্ভূত ডেনিশ ফুটবলার জামাল ভুঁইয়া। জাহিদ হোসেন এমিলি থাকলেও ইনজুরির জন্য প্রত্যাহার করে নেন নাম। মিশু ও মামুনুল অনুশীলন করলেও জামাল এখনো ঢাকায় আসেননি। দেশের বাইরে যাওয়ায় প্রথম প্রীতি ম্যাচে অনুপস্থিত থাকার সম্ভাবনা বেশি ক্রুইফের।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ঢাকা সিলেটে প্রীতি ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর