স্পেনের পর অস্ট্রেলিয়ার কাছেও হারল বাংলাদেশ। চীনের নানজিংয়ে ইয়ুথ অলিম্পিক গেমসে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৫-২ গোলে। প্রথম ম্যাচে স্পেনের কাছে ৯-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। নানজিংয়ে স্পোর্টস পার্ক হকি মাঠে ১১ মিনিটে ওয়ার্ন ম্যাকেঞ্জির গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৮ মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন ম্যাকেঞ্জি। ২১ মিনিটে তৃতীয় গোল করেন অ্যালেক রাসমুসেন। পরের মিনিটে একটি গোল শোধ করেন মোহাম্মদ দ্বীন ইসলাম। ২৬ মিনিটে গোল সংখ্যা ৩-২ করেন মোহাম্মদ নাঈম। এরপর খেই হারিয়ে ফেললে ৩০ ও ৩১ মিনিটে ম্যাকেঞ্জি আরও দুটি গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। আজ কানাডা এবং আগামীকাল আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ যুব হকি দল।