সুইস কিংবদন্তি রজার ফেদেরার ইউএস ওপেন শুরুর আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলেন। সিনসিনাত্তি ওপেনে ষষ্ঠ শিরোপা জিতেছেন তিনি গতকাল ভোরে। ফাইনালে স্প্যানিশ তারকা ডেভিড ফেরারকে ৬-৩, ১-৬, ৬-২ গেমে হারিয়েছেন ফেদেরার। এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারে ৮০তম এককের শিরোপা জিতলেন রজার ফেদেরার। ডেভিড ফেরারের বিপক্ষে ১১ বছরের লড়াইয়ে এটা ফেদেরারের টানা ১৬তম জয়। আর সিনসিনাত্তি ওপেনের ফাইনালে ষষ্ঠ জয়। এর আগে তিনি এই টুর্নামেন্টে ২০০৫, ২০০৭, ২০০৯, ২০১০ এবং ২০১২ সালে ফাইনাল খেলে শিরোপা জয় করেছেন। ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের জন্য ফেবারিট হিসেবেই কোর্টে নামতে পারবেন তিনি।
দীর্ঘদিন ধরে ফেদেরার কোনো বড় ধরনের শিরোপা জিততে পারেননি। ২০১২ সালে সিনসিনাত্তি ওপেনের পাশাপাশি জয় করেছিলেন উইম্বলডনও। এরপরই শিরোপা খরায় ভুগতে শুরু করেন তিনি। অবশেষে সিনসিনাত্তি ওপেনে এসেই দেখা পেলেন শিরোপার। কিছুদিন আগেই টরন্টোর ফাইনালে ফরাসি তারকা জো-উইলফ্রেড সঙ্গার কাছে হেরেছিলেন ফেদেরার। সেই পরাজয়ের স্মৃতি ভুলে এখন তিনি জয়ের পথেই এগিয়ে চলেছেন। চলতি বছরে সর্বোচ্চ ৪৯টি ম্যাচ জিতেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল জিতেছেন ৪৪ ম্যাচ। ক্যারিয়ারে এটিপি এককের শিরোপা জয়ের তালিকায় ফেদেরার অবস্থান করছেন তৃতীয় স্থানে। ৩৩ বছরের এই সুইস কিংবদন্তি ৮০টি শিরোপা জিতেছেন। ১০৯টি এককের শিরোপা জিতে সবার উপরে আছেন মার্কিন তারকা জিমি কনোর। দ্বিতীয় স্থানে আছেন চেক তারকা আইভান লেন্ডল। তিনি ৯৪টি শিরোপা জিতেছেন। ফেদেরার কি নিজেকে এই তালিকায় শীর্ষে নিয়ে যেতে পারবেন! ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এমন একটা চ্যালেঞ্জ গ্রহণ করা ফেদেরারের জন্য কঠিন বটে!