শেষ টেস্টে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর ক্রিকেটারদের ওপর ভীষণ ক্ষুব্ধ ভারতের সাবেকরা। মাত্র তিন দিনেই বাজেভাবে হারায় অবাক সাবেক ইংলিশ ক্রিকেটাররাও। ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার মনে করেন, ক্রিকেটাররা দেশকে ছোট করছেন! তিনি ক্রিকেটারদের উদ্দেশ করে বলেন, 'যদি আপনি ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে না চান, তাহলে অবসর নেন। শুধু সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যান। তবে টেস্ট ক্রিকেট খেলতে হলে উজাড় করেই খেলতে হবে। কিন্তু দেশকে ছোট করার অধিকার আপনাদের নেই।'
ওভাল টেস্টে ভারত হেরেছে ইনিংস ও ২৪৪ রানে। সিরিজ শেষ পর্যন্ত ৩-১ হয়েছে। অথচ লর্ডসে জিতে এই সিরিজে এগিয়ে গিয়েছিল ভারতীয়রাই। তারপর টানা তিন ম্যাচে হেরে যায়। সাবেক ক্রিকেটাররা মনে করছেন, ভারতীয় ক্রিকেটাররা এখন নিজেকে উজাড় করে দেন কেবল আইপিএলেই। জাতীয় দলের হয়ে তারা নিজেদের সেরাটা প্রদর্শন করতে চান না। ভারতীয়দের এমন আচরণ দেখে রীতিমতো হতবাক সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেন, 'আমি মনে করি ভারতের জন্য এটা মর্যাদাহানিকর। ভারতের মতো একটি দল টেস্ট ম্যাচে মাত্র ২৯ ওভারে অলআউট হয়ে যাবে- এটা ভাবাই যায় না। কিছু ক্রিকেটারের ব্যাটিং দেখে আমার মনে হয়েছে, তারা দেশের জন্য লড়াই করতে চান না। গা বাঁচিয়ে খেলতে দেখেছি অনেককে।' সাবেক অধিনায়ক বয়কট বলেন, 'এটা সত্যিই ভারতের জন্য বেদনাদায়ক। আমার খুবই খারাপ লেগেছে যখন দেখেছি ওল্ড ট্রাফোর্ডের মতো বাউন্সি উইকেটে তারা মাত্র দুজন পেসার খেলিয়েছেন। আর ওভালে তো ভারতীয় ব্যাটসম্যানদের দেখে মনে হয়েছে তারা অন্ধ।'
সমালোচনা সবচেয়ে বেশি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেনসি নিয়ে। 'ক্যাপ্টেন কুল'র বাজে সিদ্ধান্তের জন্যই নাকি ভারতের এই ভরাডুবি। ভারতের সাবেক অধিনায়ক গুনদাপ্পা বিশ্বনাথ বলেন, 'আমি তার (ধোনির) কিপিং এবং ক্যাপ্টেনসি নিয়ে মোটেও খুশি হতে পারি না। সে সবসময় নিজের মধ্যে লুকিয়ে থাকে। সিদ্ধান্তের ব্যাপারে কারও সঙ্গে আলোচনার প্রয়োজন বোধ করে না। সে একই ভুল বারবার করে। সবসময় আশা করে 'অলৌকিক' কিছুর।