জেমস রদ্রিগেজ দল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কি মোনাকো পথই হারিয়ে ফেলল! যে দলটা গত মৌসুমে ফ্যালকাও-রদ্রিগেজদের নিয়ে প্যারিস সেইন্ট জার্মেইনের সঙ্গে পাল্লা দিয়েছে সমানতালে, তারাই টানা দুটি ম্যাচ হেরে গেল ফ্রেঞ্চ লিগ ওয়ানে! গত রবিবার বরড্যাক্সে কাছে ৪-১ গোলে হেরেছে মোনাকো। এই হারে লিগে দুই ম্যাচ পর শূন্য পয়েন্ট নিয়ে রেলিগেশনের সারিতে পড়ে গেছে তারা। বরড্যাক্সে রোলান দুটি এবং স্যালা ও খাজরি একটি করে গোল করে দলকে জয় উপহার দিয়েছেন। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ লিগে শীর্ষে অবস্থান করছে বরড্যাঙ্। সমান ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন। সেইন্ট এতিয়েন্ট ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। মোনাকো প্রথম ম্যাচে লরিয়েন্টের কাছে ২-১ গোলে হেরেছিল। জেমস রদ্রিগেজ মৌসুম শুরুর আগেই পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওয়েরও বিদায় ঘণ্টা বাজছে দীর্ঘদিন ধরে। প্রথমে তারই রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা ছিল। রিয়াল মাদ্রিদে যাওয়ার সুযোগ কমে গেলেও তার প্রতি আগ্রহী ইউরোপের অনেক ক্লাবেরই। এর মধ্যে যোগ হয়েছে জুভেন্টাস। ইতালিয়ান ক্লাব এরই মধ্যে ফ্যালকাওয়ের জন্য প্রস্তাবও নাকি পাঠিয়েছে। এমন খবর বেরিয়েছে ইতালিয়ান পত্রিকায়। শেষ পর্যন্ত রাদামেল ফ্যালকাও যদি মোনাকো ছেড়ে দেন, তবে যে অন্ধকারে ছিল ক্লাবটি সেই অন্ধকারেই হয়তো পরে রইবে। গত কয়েক বছরে যে উন্নতি করেছিল তাও হয়তো শেষ হয়ে যাবে! এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে গত রবিবার হেরেছে অলিম্পিক মার্সেইও। তারা মন্টপেলারের কাছে ২-০ গোলে হেরেছে। সেইন্ট এতিয়েন্ট ৩-১ গোলে হারিয়েছে রেইমসকে।