পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন শাহরিয়ার খান। দ্বিতীয়বারের মতো তিনি এই দােিয়ত্ব নিয়োগ পেলেন। গতকাল লাহোরে বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে শাহরিয়ার খানকে নির্বাচিত করা হয়। অবশ্য এ ছাড়া কোনো উপায়ও ছিল না। কেন না পিসিবির সভাপতি পদে ৮০ বছর বয়সী শাহরিয়ার ছাড়া আর কেউ আবেদন করেননি। এর আগে জাকা আশরাফ ও নাজাম শেঠীর মধ্যে সভাপতির পদ নিয়ে দ্বন্দ্ব চলছিল। ২০১৩ সালের মে মাসে নির্বাচিত হয়েছিলেন জাকা। যেটি ছিল পিসিবির ইতিহাসে প্রথম নির্বাচন। কিন্তু সেই নির্বাচনকে সন্দেহজনক বলে দাবি করে ইসলামাবাদ উচ্চ আলাদত। এরপর নাজাম শেঠীকে নিয়োগ দিয়েছিল সরকার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়ে এক ধরণের চ্যালেঞ্জেরই মুখোমুখি হলেন শাহরিয়ার।