বিসিবির বিপক্ষে অনিয়ম, দুর্নীতি ও সীমাহীন স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। গতকাল স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগগুলো তুলে ধরে পরিষদ। লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সহ-সভাপতি আবদুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের মহাসচিব মোস্তাকুর রহমান, বিসিবির সাবেক সহ-সভাপতি নুরুল কবির শাহীন, আসাদুজ্জামান খসরু, লুৎফর রহমান বাদল, মিজানুর রহমান, লে. কর্নেল (অব.) এম এ লতিফ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা এবং কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
দক্ষ সংগঠকের অভাবে বাংলাদেশের ক্রিকেট ইমেজ সংকটে পরেছে, অভিযোগ করেন সালাম, ‘ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে মানুষের আবেগে ভাটার টান পড়েছে। এই ব্যর্থতার দায় বিসিবির। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতার জন্য বিশ্বব্যাপী ইমেজ সংকটে পড়েছে বাংলাদেশ।’ লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘বিসিবির বর্তমান কর্মকর্তাদের সীমাহীন ব্যর্থতায় যোগ্য সংগঠকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। ক্ষমতার ভাগাভাগি নিয়ে অন্তর্দ্বন্দ্বের জন্য বিসিবির ভাবমূর্তি আজ প্রশ্নবিদ্ধ। অবৈধ একটি গঠনতন্ত্রের অধীনে নির্বাচন করে মুষ্ঠিমেয় কয়েকজন সংগঠক বিসিবিকে কুক্ষিগত করে রেখেছেন। এদের জন্য ক্রিকেট আজ জৌলুস হারাচ্ছে।’ মহাসচিব মোস্তাক বিপিএলকে নাম দিয়েছেন বাংলাদেশ প্রহসনের লিগ, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন বাংলাদেশ প্রহসনের লিগ। অর্থলোভী এবং অদক্ষ কর্মকর্তাদের জন্য প্রকৃত মর্যাদা হারিয়েছে বিপিএল। ম্যাচ ফিক্সিংয়ের কেলেঙ্কারি মাথায় বয়ে বেড়াতে হচ্ছে বাংলাদেশকে। বিপিএলের আংশিক বিচার হয়েছে। অথচ বোর্ড সংশ্লিষ্টদের বিচার হয়নি।’ ক্রিকেট সংগঠক বাদল বলেন অতীতের বন্ধুরা এখন শক্রু, ‘২০২৩ সালে এককভাবে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছে ভারত। অথচ বাংলাদেশ এখন পর্যন্ত আবেদন করেনি যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের। শুধুমাত্র ব্যক্তিগত লোভ ও পদ প্রাপ্তির আকাক্সক্ষায় অতীতের অনেক বন্ধু এখন শক্রুতে পরিণত হয়েছে বিসিবির।’
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বিসিবির বিপক্ষে স্বেচ্ছাচারিতার অভিযোগ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর