রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। বর্তমান ফুটবলে নিঃসন্দেহে একজন সেরা মিডফিল্ডার। গত মৌসুমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি। এমনকি বিশ্বকাপেও ছিলেন আপন আলোয় উজ্জ্বল। তার অসাধারণ পারফরম্যান্সেরই স্বীকৃতি পাচ্ছেন তিনি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এই আর্জেন্টাইনকে রিয়াল মাদ্রিদ থেকে দলে আনার জন্য ১২৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩শত কোটি টাকা!) পর্যন্ত খরচ করতে রাজি আছে। যদি এই পরিমাণ অর্থ খরচ করে ডি মারিয়াকে দলে নেয় ম্যানইউ তবে একটা বিশ্ব রেকর্ডই হয়। সর্বোচ্চ ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ওয়েলসিয়ান তারকা গেরেথ বেলেকে টটেনহ্যাম থেকে দলে এনেছিল গত মৌসুমে। এটাই ছিল এতদিন সর্বোচ্চ ট্রান্সফার মানি। দ্বিতীয় স্থানে আছে পর্তুগিজ তারকা রোনালদোর ট্রান্সফার ফি। তাকে ৯৪ মিলিয়ন ইউরোতে ম্যানইউ থেকে দলে এনেছিল রিয়াল মাদ্রিদ।