অবশেষে সিনসিনাত্তি ওপেনের শিরোপা জিতলেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। গতকাল ভোরে তিনি ফাইনাল ম্যাচে সার্বিয়ান তরুণী আনা ইভানভিচকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে টুর্নামেন্টে প্রথম শিরোপা জিতেন। গতবার এখানে ফাইনাল খেললেও বেলারুশ তরুণী ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হেরে গিয়েছিলেন। ষষ্ঠবারের চেষ্টায় এই শিরোপা জিতলেন তিনি। পৃথিবীর সেরা সব টুর্নামেন্ট জয় করলেও এতদিন তিনি নিজ দেশের এই বিখ্যাত টুর্নামেন্টটি জয় করতে পারেননি। ক্যারিয়ারে ৬২ নম্বর এককের শিরোপা জিতলেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। তালিকায় তিনি সপ্তমে অবস্থান করছেন। এই তালিকায় শীর্ষে আছেন চেক তারকা মার্টিনা নাভ্রাতিলোভা। তিনি ১৬৭টি এককের শিরোপা জয় করেছেন। তবে গ্র্যান্ডস্লাম জয়ের তালিকায় ১৭টি শিরোপা নিয়ে তিন নম্বরে আছেন সেরেনা উইলিয়ামস। ২২টি শিরোপা জিতে সবার উপরে স্টেফি গ্রাফ।