পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মিসবাহ-উল-হক-ই ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত দলটির অধিনায়ক হিসেবে দায়িত্বে অব্যাহত থাকবেন। দেশটির ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট শাহরিয়ার খান লাহোরে সাংবাদিকদের একথা জানিয়েছেন। খবর এনডিটিভির
সম্প্রতি পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একটি প্রভাবশালী লবি জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডের অধিনায়ক মিসবাহ-উল হককে সরানোর জন্য সক্রিয় রয়েছে। মিসবাহর জায়গায় তারা ইউনুস খান ও শহীদ আফ্রিদিকে আনতে চাচ্ছেন বলে খবরে বলা হয়। সম্প্রতি শ্রীলংকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়ার পর মিসবাহকে সরানোর খবর আরো জোরালো হয়। মূলত এর পরিপ্রেক্ষিতেই মিসবাহ-ই অধিনায়ক থাকছেন বলে শাহরিয়ার খান সাংবাদিকদের জানিয়েছেন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শাহরিয়ার খান বলেন, 'আমি কোনো ভীতি উদ্রেককর বাটনে চাপ দিতে যাচ্ছি না। ক্রিকেটের ব্যাপারগুলোতে আমি ধারাবাহিকতায় বিশ্বাস করি এবং কয়েকটি খারাপ ফলাফলের মানে এই নয় যে আমরা মিসবাহকে অধিনায়কের পদ থেকে সরানোর কথা বলতে শুরু করেছি।'
অধিনায়কের দায়িত্ব দেওয়ার মতো বর্তমানে পাকিস্তানের তত বেশি খেলোয়াড় নেই ইঙ্গিত করে শাহরিয়ার বলেন, 'ভবিষ্যতের জন্য আমাদের অনেক অপশন নেই এবং আমরা যা করতে যাচ্ছি তা হলো মিসবাহর যখন সরে দাঁড়ানোর সময় হবে তখন যাতে কেউ প্রস্তুত থাকতে পারে সেজন্য আমরা কাউকে প্রশিক্ষণ দিতে যাচ্ছি।'