কব্জির ইনজুরির কারণে চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়া ইউএস ওপেন খেলছেন না বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। গতকাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্প্যানিশ এই তারকা একথা জানিয়েছেন। তিনি লিখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এ বছর ইউএস ওপেনে আমি খেলতে পারছি না। এটা এমন একটি টুর্নামেন্ট ছিল যেখানে আমি তিন বছর ফাইনালে খেলেছি।’
নিউ ইয়র্কের এই টুর্নামেন্টে দুইবারের চ্যাম্পিয়ন নাদাল ২০১২ সালেও হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারেননি। এ বিষয়ে নাদাল বলেন, এটা সবাই বুঝতে পারবে যে এখানে খেলতে না পারাটা আমার জন্য কতটা হতাশার, এটা খুবই কঠিন একটি মুহূর্ত। এই গ্র্যান্ড স্ল্যামকে আমি খুবই পছন্দ করি, এখানকার সমর্থকরাও দারুন। এখানে রাতে খেলা হয়, সব মিলিয়ে এখানকার প্রতিটি বিষয় আমি বেশ উপভোগ করি। কিন্তু পরিস্থিতি আমাকে মেনে নিতেই হবে। কিন্তু প্রতিবারই আমার ক্ষেত্রে এমন হচ্ছে কঠোর পরিশ্রম করে কোর্টে ফিরে আসছি। কিন্তু আবারো ইনজুরি আমাকে বাইরে নিয়ে যাচ্ছে।